এফএ কাপ

বিদায় ম্যান ইউয়ের, ম্যাচ জিতেও লজ্জিত গুয়ার্দিওলা

অঘটন ঘটতে পারত অন্য ম্যাঞ্চেস্টারের ক্ষেত্রেও। সোয়ানসি সিটির বিরুদ্ধে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি জিতল ৩-২ গোলে। তবে একটা সময় তারা ০-২ পিছিয়ে ছিল। ২০ এবং ২৯ মিনিটে সোয়ানসি-র দু’টি গোল করেন ম্যাট গ্রিমেস ও বার্শান্ট  সেলিনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৪:২০
Share:

উল্লাস: ৮৮ মিনিটে আগুয়েরোর বিতর্কিত গোলেই এফএ কাপের শেষ চারে ম্যাঞ্চেস্টার সিটি। রয়টার্স

উলভস ২ • ম্যান ইউ ১

Advertisement

সোয়ানসি সিটি ২ • ম্যান সিটি ৩

ইন্দ্রপতন। প্যারিস সাঁ জারমাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিদায় নিল এফএ কাপ থেকে। শনিবার ওয়ে গুন্নার সোলসারের ক্লাবকে কোয়ার্টার ফাইনালে উলভস হারিয়ে দিল ২-১ গোলে। এই হারে মারাত্মক হতাশ ম্যান ইউ ম্যানেজার বললেন, ‘‘আমি আসার পরে কোনও ম্যাচে দল এত খারাপ খেলেনি।’’

Advertisement

অঘটন ঘটতে পারত অন্য ম্যাঞ্চেস্টারের ক্ষেত্রেও। সোয়ানসি সিটির বিরুদ্ধে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি জিতল ৩-২ গোলে। তবে একটা সময় তারা ০-২ পিছিয়ে ছিল। ২০ এবং ২৯ মিনিটে সোয়ানসি-র দু’টি গোল করেন ম্যাট গ্রিমেস ও বার্শান্ট সেলিনা। ৬৯ মিনিটে ১-২ করেন বার্নার্দো সিলভা। ৭৮ মিনিটে সোয়ানসি-র ক্রিস্টোফার নর্ডফেল্ডট আত্মঘাতী গোল করে বসেন। ম্যান সিটি জয়ের গোল পায় ৮৮ মিনিটে। করেন সের্খিয়ো আগুয়েরো। এই জয়ের ফলে ম্যান সিটি মরসুমের চারটি ট্রফিই জেতার সম্ভাবনা জিইয়ে রাখল। তবে তাদের জয়ও বিতর্কিত। গুয়ার্দিওলা নিজেই স্বীকার করলেন, তাঁরা যে পেনাল্টিটা পেয়েছিলেন তা অন্যায্য। এবং আগুয়েরো পরিষ্কার অফসাইডে গোল করেছেন।

সত্যিই শনিবার অপ্রত্যাশিত রকমের খারাপ খেলেছে ম্যান ইউ। দ্বিতীয়ার্ধে মাত্র ৬ মিনিটের ব্যবধানে উলভসের রাউল জিমেনেজ ও দিয়েগো জোটা গোল করেন। সংযুক্ত সময় ম্যান ইউকে একটি সান্ত্বনা গোল উপহার দেন মার্কাস র‌্যাশফোর্ড। হতাশ সোলসারের আশা, সামনে দু’সপ্তাহের বিরতির পরে ফুটবলারেরা তরতাজা হয়ে ফিরবেন। বললেন, ‘‘হেরেছি খুব খারাপ খেলেছি বলে। আশা করি ওরা তরতাজা হয়ে ফিরবে। অবশ্য অনেকের দেশের হয়ে খেলা আছে। সেটা ছেলেরা উপভোগ করবে। শুধু চাই, ওরা হাসিমুখে ফিরে ছেলেরা ক্লাবের জন্য ঝাঁপাক।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘এফএ কাপে খুব খারাপ অভিজ্ঞতা নিতে বিদায় নিতে হল। দলটা একটা সময় দাঁড়িয়ে যায়। পাসিং ও বল ধরে রাখায় এ রকম ব্যর্থতা এক কথায় অবিশ্বাস্য।’’

ম্যাঞ্চেস্টার সিটির জয় কিন্তু বেশ বিতর্কিত। তারা দ্বিতীয় গোল পায় পেনাল্টি থেকে। যে পেনাল্টি ম্যান সিটির পাওয়ারই কথা নয়। বিপক্ষ বক্সে রাহিম স্টার্লিং নিজেই পা জড়িয়ে পড়ে যান সামান্য ধাক্কায়। যা থেকে পেনাল্টি। শট নেন আগুয়েরো। তা পোস্টে লেগে ফিরে আসে কিন্তু মাটিতে পড়ার মুহূর্তে গোলরক্ষক নর্ডফেল্ডটের বুটে লেগে গোলে ঢুকে যায়। শেষ মুহূর্তে আগুয়েরো গোল করলেও পরিষ্কার অফসাইডে ছিলেন।

ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে গুয়ার্দিওলাকে লজ্জিতই দেখিয়েছে। বলেন, ‘‘সোয়ানিসির জন্য খারাপ লাগছে। দোষটা প্রশাসকদের। এখানে কেন ভিডিয়ো প্রযুক্তি নেই, সেটা ওরাই বলবে।’’ যোগ করেন, ‘‘অবশ্যই ওটা পেনাল্টি ছিল না। আগুয়েরো গোল করেছে অফসাইডে। আমি দুঃখিত-লজ্জিত। এই ভাবে কখনও জিততে চাই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন