নির্মম ফুটবল চান পেপ

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ ভাল ফর্মেই আছে সিটি। ছ’ ম্যাচ খেলার পরে তারাই লিগ শীর্ষে। শেষ তিন ম্যাচে ১৬টা গোলও করেছেন সিটি-র ফরোয়ার্ডরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩১
Share:

চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে নিজের টিমের ফরোয়ার্ডদের নির্মম হতে বললেন ম্যাঞ্চেস্টার সিটি-র ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। মঙ্গলবার ম্যান সিটি নামছে শাখতার দনেস্কের বিরুদ্ধে। তার আগে পেপ তাঁর ফরোয়ার্ডদের একটা কথাই বলেছেন, ‘‘গোলের জন্য ঝাঁপাও।’’

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ ভাল ফর্মেই আছে সিটি। ছ’ ম্যাচ খেলার পরে তারাই লিগ শীর্ষে। শেষ তিন ম্যাচে ১৬টা গোলও করেছেন সিটি-র ফরোয়ার্ডরা। তা সত্ত্বেও খুশি নন পেপ। বলে দিয়েছেন, ‘‘সবার আগে আমরা গোল করার কথাই ভাবব।’’

আরও পড়ুন: কাগজের বল দিয়ে খেলে জাতীয় দলে নায়ক কোমল

Advertisement

ইপিএলের আরও এক টিমের লড়াই রয়েছে একই দিনে। তবে লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লপের চিন্তা, টিমের ডিফেন্স। ২৫ বছরের ইতিহাসে এই প্রথম লিগের শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচে ১০টি গোল খেয়েছে লিভারপুল। ফলে স্পার্টাক মস্কোভা-র বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সতর্ক ক্লপ। তবে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আপনারা এমন ভাবে বলছেন, যেন আমরা ইপিএলের সবচেয়ে খারাপ দল। আপনারা কোন দল চান? এমন একটা দল যারা নিখুঁত ভাবে সেট পিস ডিফেন্ড করে, নাকি এমন দল যারা ফুটবল ভাল খেলে? আমি তো দ্বিতীয়টাই চাইব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement