সচিনের সারা দিন

কখনও গায়ক, কখনও কোচ। বিশিষ্ট গীতিকার প্রসূন জোশীর লেখা, শঙ্কর-এহসান-লয়ের সুরে গাইলেন সচিন তেন্ডুলকর। ‘স্বচ্ছ ভারত’ অভিযানের জন্য তৈরি এই গানে গলা মিলিয়েছেন বাবুল সুপ্রিয়-সহ বিভিন্ন জগতের অনেক তারকা।

Advertisement
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৭
Share:

কখনও গায়ক, কখনও কোচ। বিশিষ্ট গীতিকার প্রসূন জোশীর লেখা, শঙ্কর-এহসান-লয়ের সুরে গাইলেন সচিন তেন্ডুলকর। ‘স্বচ্ছ ভারত’ অভিযানের জন্য তৈরি এই গানে গলা মিলিয়েছেন বাবুল সুপ্রিয়-সহ বিভিন্ন জগতের অনেক তারকা। বাবুল বলেছেন, ‘‘গানটা রেকর্ডিং করতে মুম্বইয়ের স্টুডিওয় পাঁচ ঘণ্টা কাটিয়েছে সচিন। গান নিয়ে ওর মতামতও দিয়েছে।’’ আগামী দোসরা অক্টোবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে মুক্তি পাওয়ার কথা স্বচ্ছ ভারত থিম সংয়ের। প্রসূন, বাবুল, শঙ্কর মহাদেবনের সঙ্গে গানের রেকর্ডিংয়ের ছবি সোমবার টুইট করলেন সচিন। বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে অন্য ভূমিকায়। জেফ টমসনের সঙ্গে আলোচনার পরে নেমে পড়লেন নেটে। মুম্বই রঞ্জি টিমকে দিলেন টিপস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন