ক্যারিবিয়ানদের একহাত গার্নারের

দেশে প্রতিভার অভাব নেই, তবে খাটনির অভাব আছে। এমনটাই মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার জোয়েল গার্নার। যিনি এখন ওয়েস্ট ইন্ডিজ টিমের ম্যানেজার। ‘‘আমাদের দেশে প্রতিভাবান, আকর্ষক ক্রিকেটারের অভাব নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০৩:৫২
Share:

দেশে প্রতিভার অভাব নেই, তবে খাটনির অভাব আছে। এমনটাই মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার জোয়েল গার্নার। যিনি এখন ওয়েস্ট ইন্ডিজ টিমের ম্যানেজার। ‘‘আমাদের দেশে প্রতিভাবান, আকর্ষক ক্রিকেটারের অভাব নেই। কিন্তু সমস্যা হল, তারা এক বার প্রচারের আলোয় চলে এলে আর পরিশ্রম করে না’’ বলেছেন গার্নার। বর্তমান ক্রিকেটারদের কোথায় সমস্যা হচ্ছে, সেই প্রসঙ্গে গার্নার বলেন, ‘‘ক্রিজে যত সময় কাটাবে, ব্যাটিং তত সহজ হয়ে যাবে। এই জায়গায় উন্নতি দরকার।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যে জামাইকা টেস্টটা ড্র করলাম, তার বড় কারণ হচ্ছে টিম প্রায় পুরো দিন ব্যাট করতে পেরেছিল। জামাইকার ওই টেস্টটা থেকে আমাদের এটা শিখতে হবে।’’ গার্নার মনে করেন, টি-টোয়েন্টির রমরমা ক্যারিবিয়ান জুনিয়র ক্রিকেটের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ‘‘অনূর্ধ্ব ১৯ পর্যন্ত আমরা ভাল খেলছি। কিন্তু তার পর সবাই টি-টোয়েন্টি খেলতে মুখিয়ে থাকছে। টেস্ট সে ভাবে খেলতে চাইছে না। ওরা ভাবছে, তিন ঘণ্টায় কাজ হয়ে গেলে কেন পাঁচ দিন ধরে খাটব?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement