ইউরো কাঁপাতে এলেন যে নক্ষত্ররা

আর কয়েক ঘণ্টা বাদেই ইউরোপে বসছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলের আসর। ২৪টি দেশ। এক মাসের টানটান উত্তেজনা। আজ রাত ১২ টা বাজলেই যুদ্ধের দামামা বাজবে। চলবে ১০ জুলাই পর্যন্ত। কোপার পাশাপাশি ইউরো কাপের দিকেও নজর থাকবে সারা বিশ্বের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ১৯:১৫
Share:

আর কয়েক ঘণ্টা বাদেই ইউরোপে বসছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলের আসর। ২৪টি দেশ। এক মাসের টানটান উত্তেজনা। আজ রাত ১২ টা বাজলেই যুদ্ধের দামামা বাজবে। চলবে ১০ জুলাই পর্যন্ত। কোপার পাশাপাশি ইউরো কাপের দিকেও নজর থাকবে সারা বিশ্বের। ২৪ দেশের এই লড়াইয়ে জিতবে কোন দল, সে দিকে যেমন নজর থাকবে, তেমনই নজর থাকবে তারকা ফুটবলারদের উপরেও। রোনাল্ডো থেকে ইব্রা, লেওয়ানডস্কি থেকে রুনি বাজিমাত করতে পারেন যে কেউই। আমরা বেছে নিলাম এমনই কয়েক জন ফুটবলারকে, যারা এই এক মাস ইউরো কাঁপাতে পারেন।

Advertisement

আরও খবর- ইউরোর কোন ম্যাচ ভারতে কোন সময়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement