আক্রম কাণ্ডে গাড়ি উদ্ধার

ওয়াসিম আক্রমের উপর করাচির রাজপথে গুলি চলার ঘটনায় আলতাফ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার পর এ বার যে গাড়ি দিয়ে আক্রমের মার্সিডিজে ধাক্কা মারা হয়েছিল, সেই গাড়িটিও উদ্ধার করল করাচি পুলিশ। গাড়িটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০৩:৪১
Share:

ওয়াসিম আক্রমের উপর করাচির রাজপথে গুলি চলার ঘটনায় আলতাফ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার পর এ বার যে গাড়ি দিয়ে আক্রমের মার্সিডিজে ধাক্কা মারা হয়েছিল, সেই গাড়িটিও উদ্ধার করল করাচি পুলিশ। গাড়িটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি গাড়ির চালক। তিনি জানিয়েছেন, পিছনের সিটে বসা যে সওয়ারি আক্রমের উপর গুলি চালিয়েছিলেন তাঁর নাম আমির বাট। তিনি এখনও পলাতক। আলতাফের দাবি, ধাক্কার পর আক্রম নিজের গাড়িতে তাঁদের গাড়ি তাড়া করে গিয়ে থামান। এর পর গাড়ি থেকে নেমে এসে বনেটে চাপড় মেরে গালিগালাজও করেন। তাতেই নাকি গুলি চলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement