হকির ধোনি হতে চান সৃজেশ

‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ দেখতে গিয়ে চমকে গিয়েছিলেন কোচির ত্রিশ বছরের ছেলে! মহেন্দ্র সিংহ ধোনির জীবন সংগ্রামের সঙ্গে যে তাঁর নিজের লড়াইটা যে হুবহু মিলে যাচ্ছে! খড়গপুর স্টেশনের টিটি থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক— রাস্তাটা একেবারেই সহজ ছিল না ধোনির জন্য। যেমনটা ছিল না ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর সৃজেশের কাছেও।

Advertisement

তানিয়া রায়

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৫
Share:

‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ দেখতে গিয়ে চমকে গিয়েছিলেন কোচির ত্রিশ বছরের ছেলে!

Advertisement

মহেন্দ্র সিংহ ধোনির জীবন সংগ্রামের সঙ্গে যে তাঁর নিজের লড়াইটা যে হুবহু মিলে যাচ্ছে!

খড়গপুর স্টেশনের টিটি থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক— রাস্তাটা একেবারেই সহজ ছিল না ধোনির জন্য। যেমনটা ছিল না ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর সৃজেশের কাছেও।

Advertisement

আসন্ন হকি ইন্ডিয়া লিগের জন্য বিজ্ঞাপনের শ্যুটিং করার ফাঁকে সোমবার মুম্বই থেকে ফোনে জাতীয় হকি দলের গোলকিপার বললেন, ‘‘আপনি যদি ধোনির বায়োপিকটা দেখে থাকেন, তবে বলব ওর সঙ্গে আমার খেলার সাবজেক্টটুকু বাদ দিলে আর কোনও পার্থক্য ছিল না। ও ক্রিকেট খেলে। ভারতীয় দলের অধিনায়ক ও উইকেটকিপার। আর আমি ভারতীয় হকি টিমের অধিনায়ক ও গোলকিপার।’’

কৃষক পরিবারে জন্ম সৃজেশের। অভাবী পরিবার ছিল। সে জন্য তাড়াতাড়ি চাকরি নিতে হয়েছিল। ব্যাঙ্কের চাকরি সামলে ছুটতে হত প্র্যাকটিসে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে খেলতে যেত হত টুর্নামেন্ট। ‘‘আমি খুব সাধারণ পরিবারের ছেলে। ধোনির মতোই। আমার কাছে চাকরিটা খুব দরকার ছিল। সেটাকে হারানো যেমন সম্ভব ছিল না, তেমনই হকি খেলা ছেড়ে দেওয়াও সম্ভব ছিল না আমার পক্ষে,’’ কথাগুলো বলার সময় আবেগপ্রবণ শোনায় সৃজেশের গলা।

মজার কথা, ছোটবেলায় সৃজেশ কিন্তু হকি প্লেয়ার হতে চাননি। তিনি প্রথমে স্প্রিন্টার হিসেবে খেলোয়াড়জীবন শুরু করেছিলেন। কিন্তু মন বসেনি তাতে। তার পর লং জাম্প, ভলিবল সব কিছুতে চেষ্টা করেন। কিন্তু খেলার প্রতি আসল টান অনুভব করেন বারো বছর বয়সে। হকি স্টিক হাতে তোলার পর। বলছিলেন, ‘‘তখন মনে হত হকি টিমের গোলকিপিং কী এমন কঠিন ব্যাপার! আর এখন ভাবি, এটা কত বড় চ্যালেঞ্জ আমার কাছে।’’

তাঁর অধিনায়কত্বে এ বার ভারত রিও অলিম্পিক্সে পদক জিততে পারেনি। ছত্রিশ বছর আগে হকিতে ভারত শেষ অলিম্পিক্স পদক (সোনা) পেয়েছিল। ভারতীয় হকিতে কেন এমন খরা? বিশ্বের অন্যতম সেরা কিপার বললেন, ‘‘জানি এ বার অলিম্পিক্সে আমরা দেশের লোককে খুশি করতে পারেনি। তবে পরের বার টোকিও থেকে পদক আনবই। এখন থেকেই সে ভাবে তৈরি হচ্ছে টিম।’’ সঙ্গে সৃজেশ যোগ করলেন, ‘‘ধোনি বিশ্বকাপ জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। তাই আমাকেও অলিম্পিক্স থেকে পদক আনতে হবে। দু’বছর পর ভারতে বিশ্বকাপ হকি রয়েছে। সেখান থেকেও পদক পেতে হবে। তা হলে ধোনির মতো আমার বৃত্তটাও পূর্ণ হবে।’’

হকি ইন্ডিয়া লিগের পরেই সাউথ এশিয়ান গেমস রয়েছে। তার পর আজলান শাহ ট্রফি। এই টুর্নামেন্টগুলোতে ভাল ফল করার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক। কারণ বিশ্বকাপ হকির আগে নিজেদের জেতার অভ্যাসটা তৈরি করে নিতে চাইছেন সৃজেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন