Sports News

ব্রিটিশ ফুটবলে যৌন হেনস্তায় অভিযুক্ত একাধিক প্রিমিয়ার লিগ ক্লাব

যৌন হেনস্থার অভিযোগে টালমাটাল অবস্থা ব্রিটিশ ফুটবলের। সব বড় ক্লাবের নাম জড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাদ যায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক দল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ১৬:০১
Share:

যৌন হেনস্থার অভিযোগে টালমাটাল অবস্থা ব্রিটিশ ফুটবলের। সব বড় ক্লাবের নাম জড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাদ যায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক দল। কে নেই সেই তালিকায়, আর্সেনাল, চেলসি, ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মতো বড় নামের পিছনে লেগে গিয়েছে এই তকমা।

Advertisement

গত বছর নভেম্বরের ঘটনা। যখন সর্ব সমক্ষে চলে আসে এই ভয়ঙ্কর সব তথ্য। ক্রিউ আলেক্সান্দ্রার প্রাক্তন ফুটবলার অ্যান্ডি উডওয়ার্ড মুখ খুলতেই এক এক করে বেরিয়ে আসতে থাকে অতীত, বর্তমানে সব ঘটনা। এর মধ্যে এমন কিছু তথ্যও পাওয়া গিয়েছে যা ১৯৬০এর ঘটনা। যা দেখে রীতিমতো স্তম্ভিত বিশ্ব ফুটবল। এর পরই শুরু হয় তদন্ত। শুধু ইপিএল-ক্লাবই নয়, লন্ডনের ৭৭টি ক্লাবের নাম জড়িয়ে গিয়েছে যুব ফুটবলারদের যৌন হেনস্তার ঘটনায়। যে সব ক্লাবের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৫৫টি যৌন হেনস্তার অভিযোগ জমা পড়েছে। ব্রিটিশ পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘৮ ডিসেম্বর ২০১৬, মেট্রোপলিটন পুলিশ সার্ভিস এই সব অভিযোগের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। ৩০ জানুয়ারি ২০১৭-এর মধ্যে তদন্তকারী দলের কাছে মোট ২৫৫টি অভিযোগ জমা পড়েছে। যেখানে রয়েছে ৭৭টি ক্লাবের নাম।’’

আরও খবর: জয়ে ফিরল রিয়েল মাদ্রিদ

Advertisement

১৯৭০এ স্কাউট এডি হেরাথের সময় সব থেকে বেশি অ্যাকাডেমির ফুটবলাররা যৌন হেনস্তার শিকার হন। এর পর তিনি যখন চার্লটন অ্যাথলেটিকে যান সেখানেও তাঁর বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। ১৯৭৯তে তাঁকে চেলসি থেকে বহিষ্কার হওয়ার পর তিনি সেই ক্লাবে যান। ১৯৮৩তে ৫৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। চেলসি এফসি ইতিমধ্যেই নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে ক্লাবের ভিতরে। ব্রিটিশ ফুটবলের এই ভয়ঙ্কর সত্যি সামনে আসতে নড়েচড়ে বসেছে ক্লাবগুলো। প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন তথ্য। ব্রিটিশ ফুটবলের এই ইতিহাস মুছতে লেগে যাবে অনেকটা সময়। তাও সমূলে উপড়ে ফেলা কী আদৌ সম্ভব হবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন