India vs Sri Lanka

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা টিম সূত্রে থবর দ্বিতীয় ওয়ান ডে দলে অন্তত তিনটি পরিবর্তন আসবে। প্রথম ম্যাচে দাগ কাটতে না পারা থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকন এবং ওয়ানিডু হাসারাঙ্গার স্থান প্রথম একাদশে না হওয়া এক প্রকার নিশ্চিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ২৩:৩০
Share:

এই চিত্র আবারও দেখার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা। ছবি: সংগৃহীত।

টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়ান ডে সিরিজেও ছাপ ফেলতে ব্যর্থ শ্রীলঙ্কা। প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে লজ্জাজনক ভাবে। ফলে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সিরিজে নিজেদের বাঁচিয়ে রাখার লড়াইয়ে পাল্লেকেলেতে নামছে শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটাররা।

Advertisement

তবে, পাল্লেকেলের ম্যাচে কঠিন প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না শ্রীলঙ্কার জন্য।

শ্রীলঙ্কা টিম সূত্রে থবর দ্বিতীয় ওয়ান ডে দলে অন্তত তিনটি পরিবর্তন আসবে। প্রথম ম্যাচে দাগ কাটতে না পারা থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকন এবং ওয়ানিডু হাসারাঙ্গার স্থান প্রথম একাদশে না হওয়া এক প্রকার নিশ্চিত। তাঁদের জায়গায় দলে জায়গা দলে ঢোকার সম্ভবনা প্রবল মিলিন্দ সিরিবর্ধনে, মালিন্দা পুস্পকুমারা এবং দুষ্মন্ত চামিরার।

Advertisement

আরও পড়ুন: চার্লস ডি’সুজেকে সই করাল ইস্টবেঙ্গল

আরও পড়ুন: গোলের ডাবল সেঞ্চুরি রুনির

অন্য দিকে, ভারতীয় দলে পরিবর্তন সম্ভবনা কম। প্রথম ওয়ান ডে খেলা দলকে নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছেন অধিনায়ক বিরাট কোহালি।

এ দিন যৌথ সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক কোহালি বলেন, “যদি উইকেটে বিশেষ কোনও পরিবর্তন না থাকে তাহলে দলে পরিবর্তন করার কোনও প্রশ্নই আসে না। গত ম্যাচে দল দারুণ খেলেছে। প্রথম ম্যাচে আমাদের ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি অভিভূত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement