East Bengal

ইম্ফলে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া লাল-হলু্দ ব্রিগেড

এমনিতেই পাহাড়ে বিশেষ সফল নয় ইস্টবেঙ্গল। আগে বহু বার ইস্টবেঙ্গলকে বেগ দিয়েছে শিলং লাজং এফসি, আইজল এফসির মতো পাহাড়ি দলগুলি। ফলে নেরকার বিরুদ্ধে খেলতে নামার আগে মেপে পা ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ২৩:৩১
Share:

নেরকার বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে টিম ইস্টবেঙ্গল। ছবি: ইস্টবেঙ্গল সমাচার সৌজন্যে।

টানা চার ম্যাচ জিতে শনিবার ইম্ফলে নেরকার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তবে, পর পর ম্যাচ জিতলেও নেরকাকে হাল্কা ভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

Advertisement

এমনিতেই পাহাড়ে বিশেষ সফল নয় ইস্টবেঙ্গল। আগে বহু বার ইস্টবেঙ্গলকে বেগ দিয়েছে শিলং লাজং এফসি, আইজল এফসির মতো পাহাড়ি দলগুলি। ফলে নেরকার বিরুদ্ধে খেলতে নামার আগে মেপে পা ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল।

তবে, ইস্টবেঙ্গল কোচ-ফুটবলারদের শরীরী ভাষা থেকে স্পষ্ট ইতিহাসকে মাথায় রেখে নেরকা ম্যাচের আগে ফোকাস নষ্ট করতে চান না তাঁরা।

Advertisement

আরও পড়ুন: দলের খেলায় ক্রুদ্ধ সঞ্জয়, তৃপ্তির হাসি মাতোসের মুখে

আরও পড়ুন: ১০ জনের অ্যারোজকেও হারাতে পারল না মোহনবাগান

তা ছাড়া ইম্ফলের মাটিতে প্রথম খেলবে ইস্টবেঙ্গল। আল আমনা-উইলিস প্লাজাদের এখন একটাই লক্ষ্য ইম্ফলে প্রথম ম্যাচে জিতে জয়ের ধারাকেই অব্যহত রাখা।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে আছে নেরকা। অন্য দিকে, ৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল।

ফলে শনিবারের বারবেলায় ইম্ফলের মাঠে খেলা যে জমে যাবে তা হয়তো বলার অপেক্ষা রাখে না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement