উয়েফাকে চ্যালেঞ্জ পিএসজির

উয়েফাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেল প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)। সম্প্রতি উয়েফার একটি অর্থনৈতিক প্যানেল নতুন করে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই প্যানেল নতুন করে পরীক্ষা করে দেখছে যে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র ও কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা ছিল কি না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ০৩:৩২
Share:

উয়েফাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেল প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)। সম্প্রতি উয়েফার একটি অর্থনৈতিক প্যানেল নতুন করে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই প্যানেল নতুন করে পরীক্ষা করে দেখছে যে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র ও কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা ছিল কি না।

Advertisement

জেনিভায় কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসের পক্ষ থেকে সোমবার পিএসজি-র আবেদন জানানোর কথা স্বীকার করা হয়েছে। তবে ফ্রান্সের ক্লাব ও উয়েফার অনুরোধে পুরো বিষয়টি গোপনীয় রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। কাতারের ধনকুবেরদের মালিকাধীন পিএসজি-র বিরুদ্ধে উয়েফার নিয়ম ভেঙে অর্থনৈতিক অনিয়মে যুক্ত থাকার অভিযোগ নতুন নয়। এই ক্লাবের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় প্রতিযোগিতায় সাফল্য পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। আর তার জন্য উয়েফার নিয়ম ভেঙে যথেচ্ছ খরচ করছেন ক্লাবের মালিক।

এমনিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফার বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠেছিল, আর্থিক অনিয়ম ধামাচাপা দিতে পিএসজি ও ম্যাঞ্চেস্টার সিটিকে তারা সাহায্য করেছিল। আট মাস ধরে ৮০ জন সাংবাদিক প্রচুর তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে একটি রিপোর্ট তৈরি করেন। যেখানে এক জায়গায় বলা হয়েছিল, ‘‘জেনে শুনেই মিশেল প্লাতিনি ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর নেতৃত্বে ইউরোপের দুই ক্লাব পিএসজি ও ম্যান সিটি-র আর্থিক অস্বচ্ছতা ঢাকতে সাহায্য করা হয়েছিল। যার পিছনে নাকি রাজনৈতিক কারণও ছিল। এই দুই ক্লাবই ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম ভাঙার পরেও শাস্তি পায়নি নিয়ামক সংস্থার জন্য। যদি শাস্তি পেত, তা হলে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারত না এই দুই ক্লাব।’’ প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টার সিটিও পরিচালিত হয় মধ্যপ্রাচ্যের শিল্পপতিদের দ্বারা।

Advertisement

এই রিপোর্টে আরও বলা হয়েছিল যে, টানা সাত বছর ধরে কাতার ও আবুধাবি থেকে এই দুই ক্লাবে প্রায় সাড়ে সাঁইত্রিশ হাজার কোটি টাকা ঢালা হয়েছে। এবং সেটা ব্যয় করা হয়েছিল এই দুই ক্লাবের বাজেট বাড়ানোর জন্য। প্রসঙ্গত, এই ঘটনার সময় উয়েফার মহাসচিব ছিলেন ইনফ্যান্টিনো। তিনি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। আর পিএসজি-র ডিরেক্টর জেনারেল জাঁ ক্লদ ব্লাঁ বলেছেন, ‘‘সে সময় আমাদের উয়েফার সঙ্গে কোনও গোপন চুক্তিই হয়নি। স্বচ্ছতা নিয়েই সব কাজ করা হয়েছে।’’ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলাও সব অভিযোগ অস্বীকার করেছেন।

এ দিকে, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিরুদ্ধে লড়াই ছিল নেমারদের প্যারিস সাঁ জারমাঁর। শেষ খবর, প্রথমার্ধে ১-০ এগিয়ে পিএসজি। গোল করেন খুয়ান বের্নাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন