Sports News

তিন পয়েন্টের জন্য সব করতে প্রস্তুত পুণে কোচ পপোভিচ

পুণে কোচ মেনে নিলেন তিনি তাঁর দলের বিদেশিদের সঙ্গে সব সময় আলোচনা করেন। বলেন, ‘‘আমি এমনিতেই সব সময় প্লেয়ারদের থেকে ফিডব্যাক নিই। ওরা এখানে আগে থেকেই খেলেছে। যদিও এই বছরটা আলাদা।’’

Advertisement

সুচরিতা সেন চৌধুরী

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ২১:৪১
Share:

সাংবাদিক সম্মলনে পুণে সিটি এফসি কোচ পপোভিচ । ছবি: আইএসএল।

সাংবাদিক সম্মেলনে ঢুকলেন বেশ হাসতে হাসতেই। এত সংবাদ মাধ্যম নাকি আগে দেখেননি। আর তা দেখে পুণে সিটি এফসি কোচের ধারণা হয়েছে যেখানে এত সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ে প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে সেখানে না জানি ম্যাচের দিন গ্যালারি ভরাবে কত লোক। সেই গ্যালারির সামনেই এটিকের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া পুণে কোচ র‌্যাঙ্কো পপোভিচ। এক গাল হাসি নিয়ে বলেই দিলেন, ‘‘আগের ম্যাচটা আমরা জিততে পারতাম, এই ম্যাচটাও আমরা জিততে পারি। তিন পয়েন্টের জন্য আমরা সব করব।’’

Advertisement

আরও পড়ুন

মাঠে আসছেন তো? সমর্থকদের ডাক এটিকে কোচের

Advertisement

এতটাই মরিয়া তিনি। যদিও জানিয়ে রাখলেন, সে দিন, সেই ৯০ মিনিট যে সেরা খেলাটা খেলবে সেই জিতবে। কাউকে এখনই ফেভারিট বলার পক্ষপাতি নন তিনি। বলেন, ‘‘এ তো সবে শুরু। দীর্ঘ লিগ। চার মাস ধরে চলবে। যে দল চোট-আঘাত মুক্ত থাকতে পারবে তারা অনেক দূর যাবে।’’ যদিও এই মুহূর্তে এটিকে ম্যাচকেই টার্গেট করছেন পুণে কোচ পপোভিচ। বলেন, ‘‘কালকের দিনটা একদমই আলাদা। ফুটবলে কখন কী ভাবে বদলে যায় সেটা আগে থেকে বোঝা মুশকিল।’’

অন্যদিকে বিদেশিদের বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে পপোভিচের দল। যা মেনে নিয়েছেন এটিকে কোচও। মেনে নিলেন তিনি তাঁর দলের বিদেশিদের সঙ্গে সব সময় আলোচনা করেন। বলেন, ‘‘আমি এমনিতেই সব সময় প্লেয়ারদের থেকে ফিডব্যাক নিই। ওরা এখানে আগে থেকেই খেলেছে। যদিও এই বছরটা আলাদা।’’ তাঁর দলেও চোট আঘাত রয়েছে। প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন জুয়েল রাজা। যেটা নিয়ে এখনও বেশ অস্বস্তি রয়েছে কোচের মধ্যে। বলেন, ‘‘আমরা সবে শুরু করেছি। আমাদের প্রতিদিন মানসিক ও শারীরিকভাবে তৈরি হতে হবে। চোটমুক্ত থাকতে হবে।

আরও পড়ুন

আই লিগের জন্য আইএসএল খেলতে রাজি হননি এঁরা

ভারতের ফুটবলারদের নিয়েও উচ্ছ্বসিত শোনাল পপোভিচের গলা। বলেন, ‘‘ভারতের অনেক প্রতিভা রয়েছে। ওদের আরও ভাল ট্রেনিং দিয়ে পেশাদার করে তুলতে হবে। আশা করছি খুব দ্রুত সেটা দেখা যাবে।’’ একটি ম্যাচই খেলেছে পুণে। এটিকেও তাই। এটিকের হাতে রয়েছে এক পয়েন্ট। পুণের ভাড়ার আপাতত শূন্য। কলকাতা থেকেই সেই শূন্যতা পূরণ করতে চাইছেন পুণে কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন