Denmark Open

ডেনমার্কে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, আকর্ষি

সিন্ধুকে বিশ্বের ২৮ নম্বর ক্রিস্টি গিলমোরের বিরুদ্ধে জিততে তিন গেম লড়তে হল। বিশ্বের ৩৮ নম্বর আকর্ষি চমকে দেন বিশ্ব ক্রমপর্যায়ে তাঁর চেয়ে ১২ ধাপ এগিয়ে থাকা জার্মানির লি ইভনকে হারিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ০৬:০৬
Share:

ভরসা: তিন গেম লড়াই করে জিততে হল সিন্ধুকে। —ফাইল চিত্র।

ডেনমার্ক ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু এবং আকর্ষি কাশ্যপ। তবে ছিটকে গিয়েছেন আর এক ভারতীয় তারকা কিদম্বি শ্রীকান্ত। দু’বারের অলিম্পিক্স পদক জয়ী সিন্ধুকে অবশ্য বিশ্বের ২৮ নম্বর ক্রিস্টি গিলমোরের বিরুদ্ধে জিততে তিন গেম লড়তে হল। শেষ পর্যন্ত তিনি ২১-১৪, ১৮-২১, ২১-১০ ফলে হারান তাঁকে। বিশ্বের ৩৮ নম্বর আকর্ষি চমকে দেন বিশ্ব ক্রমপর্যায়ে তাঁর চেয়ে ১২ ধাপ এগিয়ে থাকা জার্মানির লি ইভনকে হারিয়ে। ফল ১০-২১, ২২-২০, ২১-১২।

Advertisement

গত সপ্তাহে আর্কটিক ওপেনের সেমিফাইনালে পৌঁছনো সিন্ধু দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন সপ্তম বাছাই ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিস্কা তুনজুং-এর। যাঁর বিরুদ্ধে সিন্ধু গত তিন বারের মুখোমুখিতে দু’বার হেরেছেন। যদিও সব মিলিয়ে ৮-২ এগিয়ে আছেন সিন্ধু জয়-হারের পরিসংখ্যানে। আকর্ষির সামনে তাইল্যান্ডের সুপানিদা কাটেথং। বিশ্বের ১৯ নম্বর সুপানিদা সিঙ্গাপুর ওপেনে হারিয়েছিলেন তাঁকে।

২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী শ্রীকান্ত বিশ্বের ২২ নম্বর চিনের ওয়েং হং ইয়াং-এর বিরুদ্ধে তিন গেম লড়েও হারেন ২১-১৯, ১০-২১, ১৬-২১ ফলে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন