PV Sindhu

PV Sindhu: ইন্দোনেশিয়ান মাস্টার্স থেকে বিদায় নিলেন সিন্ধু, শ্রীকান্ত

ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। একপেশে ম্যাচে হেরে গেলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ২০:২২
Share:

হেরে গেলেন সিন্ধু। ফাইল ছবি

ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। একপেশে ম্যাচে হেরে গেলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে। মুখোমুখি সাক্ষাতে সিন্ধু ১২-৭ ব্যবধানে এগিয়ে থাকলেও শনিবার দাঁড়াতেই পারলেন না তিনি। ১৩-২১, ৯-২১ গেমে হেরে গেলেন সিন্ধু।

Advertisement

প্রতিযোগিতায় তৃতীয় বাছাই ছিলেন সিন্ধু। আগের ম্যাচগুলিতে তাঁকে এত বেগ পেতে হয়নি। কিন্তু ইয়ামাগুচির বিরুদ্ধে শুরু থেকেই তিনি পিছিয়ে পড়েন। প্রথম গেমে খারাপ ভাবে হারার পর দ্বিতীয় গেমেও ঘুরে দাঁড়াতে সফল হননি তিনি। কার্যত আত্মসমর্পণ করেন দ্বিতীয় গেমে। ম্যাচ হয়েছে মাত্র ৩২ মিনিট।

ভারতের আর এক প্রতিযোগী কিদম্বি শ্রীকান্তও বিদায় নিয়েছেন সেমিফাইনাল থেকে। কোয়ার্টার ফাইনালে ভারতেরই এইচএস প্রণয়কে হারিয়েছিলেন তিনি। কিন্তু সেমিফাইনালে ১৪-২১, ৯-২১ গেমে ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের কাছে হেরে যান শ্রীকান্ত। ৪১ মিনিটের লড়াই হয়েছে। প্রথম দিকে অ্যান্টনসেনের বিরুদ্ধে লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন শ্রীকান্ত। কিন্তু বেশিক্ষণ সামাল দিতে পারেননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন