পিট-ঘূর্ণি সামলে ভারতকে ম্যাচে ফেরাল রাহানের ব্যাট

লাঞ্চ থেকে টি। এই এক সেশনই বদলে দিয়েছিল ছবিটা। প্রথম সেশনে সাবধানী ভারতীয় ওপেনাররা বিপক্ষকে একটির বেশি উইকেট না দিলেও দ্বিতীয় সেশনেই নড়ে গেল ভারতীয় ব্যাটিং। সৌজন্যে নবাগত ড্যান পিট এবং অবশ্যই ভারতীয় ব্যাটসম্যানদের ধারাবাহিক অফ ফর্ম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ১৯:২৩
Share:

ম্যাচ শুরুর আগে গা ঘামানো। ছবি: এএফপি।

লাঞ্চ থেকে টি। এই এক সেশনই বদলে দিয়েছিল ছবিটা। প্রথম সেশনে সাবধানী ভারতীয় ওপেনাররা বিপক্ষকে একটির বেশি উইকেট না দিলেও দ্বিতীয় সেশনেই নড়ে গেল ভারতীয় ব্যাটিং। সৌজন্যে নবাগত ড্যান পিট এবং অবশ্যই ভারতীয় ব্যাটসম্যানদের ধারাবাহিক অফ ফর্ম। শেষ সেশনে সেই পিট এবং কাইল অ্যাবটকে সামলে ভারতকে কিছুটা চিন্তামুক্ত করল রাহানের ব্যাট। দিনের শেষে তিনি অপরাজিত ৮৯ রানে। তবে চার উইকেট নিয়ে দিনের হিরো অফস্পিনার পিট।

Advertisement

সিরিজ ৩-০ হবে না কোটলার পিচে দক্ষিণ আফ্রিকা কামব্যাক করবে, সেই উত্তরের জন্য আগামী কয়েক দিন অপেক্ষা করতে হলেও একটা বিষয়ে কিন্তু বিপক্ষ অধিনায়ক হাশিম আমলাকে হোয়াইট ওয়াশ করে দিলেন বিরট কোহলি। টেস্ট সিরিজে প্রত্যেরকবারই টসে জেতার রেকর্ড করে। গত তিন টেস্টের মতো বৃহস্পতিবারের সকালেও টসে জিতলেন এবং কোটলার রেকর্ড অক্ষুন্ন রেখে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। চলতি টেস্ট নিয়ে এখনও পর্যন্ত ৩৩টি টেস্ট খেলা হল ফিরোজ শাহ কোটলায়। আর এর প্রতিটি ক্ষেত্রেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়করা।

তবে কোটলায় কামব্যাক করারই ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নজর কাড়লেন ড্যান পিট। ২৬ বছরের এই অফ স্পিনার একাই তুলে নিলেন মুরলি বিজয়, ধবন, কোহলি এবং রোহিত শর্মাকে।

Advertisement

আর এর পরেই পাল্টা লড়াই দেওয়া শুরু করলেন আজিঙ্ক রাহানে। কিছু ক্ষণ জাডেজা এবং পরে অশ্বিনকে সঙ্গে নিয়ে দলকে দু’শোর গণ্ডি পার করালেন।

দিল্লির পিচ কিন্তু চলতি সিরিজের থেকে কিছুটা হলেও আলাদা হওয়ারই ইঙ্গিত দিয়েছে এ দিন সকালে। পেসাররা কিছুটা সুবিধা পেয়েছেন। ক্যারিও হয়েছে বেশ ভাল। সেই পিচের দিকে তাকিয়ে দু’দলেই হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন। ভারত যেখানে ফর্মে থাকা অমিত মিশ্রকে বসিয়ে খেলাচ্ছে উমেশ যাদবকে, তেমনই প্রোটিয়ারাও বাদ দিয়েছে ফর্মে থাকা স্পিনার হার্মারকে। বাদ গিয়েছেন রাবাদা এবং ভ্যান জিলও। তাঁদের জায়গায় দলে এসেছেন ওপেনার বাভুমা, কাইল অ্যাবট এবং নবাগত ড্যান পিট। এবং দক্ষিণ আফ্রিকার পরিবর্তনগুলি এখন থেকেই ফলপ্রসূ হতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement