MS Dhoni

ধোনি না ঋষভ পন্থ, বিশ্বকাপে যাবেন কে? দ্রাবিড়ের মতে...

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে পন্থের ব্যাট ঝলসে উঠেছে। ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে চটজলদি ১৩ বলে ২৫ রান করেন পন্থ। বিশ্বকাপের দলে থাকবেন কে? দ্রাবিড় কী বলছেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৫:৩৮
Share:

ধোনি ও পন্থ। বিশ্বকাপের দলে কাকে চান রাহুল দ্রাবিড়? ছবি: পিটিআই ও এপি।

আইপিএলের পরেই বিশ্বকাপ। বিশ্বকাপগামী বিমানে উঠবেন কে? মহেন্দ্র সিংহ ধোনি নাকি ঋষভ পন্থ? ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দিকে উড়ে এসেছিল এই প্রশ্ন। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’-এর ভোট পড়ল কার দিকে?

Advertisement

ধোনি ও পন্থ সম্পর্কে বলতে গিয়ে দ্রাবিড় বলছেন, “ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে আমি কখনওই বলতে পারি না কাকে দলে নেওয়া উচিত। আমার কাছে সবাই সমান। এটুকু বলতে পারি, ধোনির অবিশ্বাস্য অভিজ্ঞতা রয়েছে। ঋষভ পন্থ নিঃসন্দেহে প্রতিভাবান ক্রিকেটার।’’ কঠিন বলটা এড়িয়ে গেলেন দ্রাবিড়।

বিশেষজ্ঞরা বলছেন, অগাধ অভিজ্ঞতার জন্য বিশ্বকাপের বিমানে ওঠার সম্ভাবনা বেশি বিশ্বজয়ী অধিনায়ক মাহিরই। পন্থের লড়াইটা অনেক কঠিন। আইপিএলে নিজেকে প্রমাণ করতে মরিয়া বাঁ হাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

Advertisement

আরও পড়ুন: এ যেন পিছন থেকে ছুরি মারা’, অশ্বিনকে ঘিরে বাড়ছে বিতর্কের পারদ

আরও পড়ুন: হাসিঠাট্টায় নিমেষে ‘চেন্নাই টু দিল্লি’, মন ভাল করা ভিডিয়ো ধোনিদের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে পন্থের ব্যাট ঝলসে উঠেছে। ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে চটজলদি ১৩ বলে ২৫ রান করেন পন্থ। বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে কি দু’জন উইকেটকিপারকে রাখা হবে, তা নিয়ে চলছে চর্চা। দ্রাবিড় বলছেন, “নির্বাচকরা যদি মনে করেন, দু’জন উইকেটকিপারকে পাঠানো হবে, তা হলে সেরা ১৫জনকেই দলে নেওয়া হোক।’’

চলতি আইপিএল পন্থের জন্য বিশ্বকাপের দরজা খুলেও দিতে পারে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন