India Women Cricket team

বৃষ্টিতে পণ্ড তৃতীয় দিনের খেলা, ম্যাচ বাঁচাতে শেফালিই ভরসা মিতালিদের

ভারতের মেয়েরা এখনও ৮২ রানে পিছিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ০০:৩৫
Share:

ছবি সৌজন্যে রয়টার্স।

একদিকে বৃষ্টি আর অন্যদিকে শেফালি বর্মার ব্যাট। এই দুইয়ে ভর করে ম্যাচে ফিরে আসার লড়াইয়ে ভারতের মহিলারা। প্রথম ইনিংসে ১৬৫ রানে পিছিয়ে থাকায় ভারতকে ফলো অন করতে পাঠায় ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ডের ৩৯৬ রানের জবাবে ২৩১ রানেই প্রথম ইনিংস শেষ হয় ভারতের।

Advertisement

দ্বিতীয় ইনিংসে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৮৩। ব্যাট করছেন দীপ্তি শর্মা (১৮) ও শেফালি (৫৫)। ৮ রান করে আউট হয়ে ফিরেছেন স্মৃতি মন্ধানা। ভারতের মেয়েরা এখনও ৮২ রানে পিছিয়ে।

দফায় দফায় বৃষ্টির কারণে তৃতীয় দিনে খুব বেশি খেলা হয়নি। চা বিরতির পর খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আর হয়নি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধ শতরান করায় নতুন রেকর্ড স্পর্শ করে ফেললেন শেফালি। চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্ট ম্যাচে দুই ইনিংসে অর্ধ শতরান করলেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন