Sports News

কিশোর কুমারের গানে মাতালেন রায়না

দু’জন গিটারিস্টের সঙ্গে কিশোর কুমারে মাতালেন রায়না। যখন তিনি গান ধরলেন, ‘‘ইয়ে শাম মস্তানি, মদহোশ কিয়ে যায়।’’ রায়নার সঙ্গীত প্রীতি সকলেরই জানা। হিন্দি গানও রয়েছে তাঁর গলায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ২১:৩৬
Share:

গানের ফাঁকে সুরেশ রায়না। ছবি: বিসিসিআই টুইটার।

ভারতীয় দলে ফিরেছেন সদ্য। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরেছে ভারতীয় দল। বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ভারতীয় দল। সোমবার আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে হবে ভারতকে। তার আগে সুরেশ রায়নার গানে মাতল ভারতীয় দলের টিম হোটেল।

Advertisement

দু’জন গিটারিস্টের সঙ্গে কিশোর কুমারে মাতালেন রায়না। যখন তিনি গান ধরলেন, ‘‘ইয়ে শাম মস্তানি, মদহোশ কিয়ে যায়।’’ রায়নার সঙ্গীত প্রীতি সকলেরই জানা। হিন্দি গানও রয়েছে তাঁর গলায়। ‘‘তু মিলি সব মিলা,’’মেরুথিয়া গ্যাংস্টার সিনেমার এই গানটি গেয়েছেন তিনি।

তিনি তৃতীয় ভারতীয় ক্রিকেটার যাঁর ব্যাট থেকে এসেছে টি২০তে ৫০টি ওভার বাউন্ডারি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন যুবরাজ সিংহ। তাঁর রয়েছে ৭৪টি ওভার বাউন্ডারি। দ্বিতীয় রোহিত শর্মা। তাঁর রয়েছে ৬৯টি ছক্কা।

Advertisement

আরও পড়ুন চুটিয়ে সংসার জীবন উপভোগ করছেন বিরুষ্কা

আরও পড়ুন চুটিয়ে সংসার জীবন উপভোগ করছেন বিরুষ্কা ' ?

আরও পড়ুন চুটিয়ে সংসার জীবন উপভোগ করছেন বিরুষ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement