বৃষ্টি আর মাঠ রক্তচক্ষু দেখাচ্ছে আইএসএলকে

অপেক্ষা আর তিন সপ্তাহের। তার পরেই শুরু হয়ে যাবে আইএসএল থ্রি। কিন্তু শুরুর আগে আয়োজকদের রক্তচক্ষু দেখাচ্ছে বৃষ্টি আর মাঠ। শুক্রবার টুর্নামেন্টের সব টিমের প্রতিনিধিদের নিয়ে এক ওয়ার্কশপের আয়োজন করেছিল আয়োজক আইএমজি-আর কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৫
Share:

অপেক্ষা আর তিন সপ্তাহের। তার পরেই শুরু হয়ে যাবে আইএসএল থ্রি। কিন্তু শুরুর আগে আয়োজকদের রক্তচক্ষু দেখাচ্ছে বৃষ্টি আর মাঠ।

Advertisement

শুক্রবার টুর্নামেন্টের সব টিমের প্রতিনিধিদের নিয়ে এক ওয়ার্কশপের আয়োজন করেছিল আয়োজক আইএমজি-আর কর্তারা। সেখানেই উঠে আসে মাঠ নিয়ে সমস্যার কথা। কারণ কলকাতার ফ্র্যাঞ্চাইজি আটলেটিকো দে কলকাতা এবং মুম্বইয়ের টিম মুম্বই সিটি এফসি-র হোম গ্রাউন্ড পরিবর্তন হয়েছে এ বছর। যুবভারতী ক্রীড়াঙ্গন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম ছেড়ে এই দুই টিম এ বার খেলবে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এবং আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। এই দুই স্টেডিয়ামে আলোর ব্যবস্থা কী রকম তা এ দিন এই দুই ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে খতিয়ে জানতে চান আইএসএল পরিচালন কমিটির কর্তারা। আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্স-এ কয়েক দিন আগেই ম্যাচ খেলেছে স্টিভন কনস্ট্যান্টাইনের ভারতীয় দল। কিন্তু রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আলো বসছে নতুন করে। ফলে সেখানে খেলার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা যাতে থাকে তা নিয়ে এ দিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মুম্বইয়ের ওয়ার্কশপে।

গুয়াহাটিতে ১ অক্টোবর আইএসএলের উদ্বোধন। কিন্তু এই সময় পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় নেবে না। ফলে বর্ষার কারণে মাঠ
সমস্যাও বড় হয়ে দাঁড়াতে পারে। তাই সিদ্ধান্ত হয়েছে, দশ দিন আগেই প্রতিটি মাঠের অবস্থা খতিয়ে দেখতে নিজেদের টিম পাঠাবেন আইএমজি-আর কর্তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন