বরদলৈ সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল

গৌতমের জায়গায় হয়তো রঞ্জন

খড়দহে রাজ্য ফুটবল অ্যাকাডেমির নতুন কোচ হতে পারেন ইস্টবেঙ্গলের রঞ্জন চৌধুরী। লাল-হলুদ শিবির ছাড়লে, পুজোর পরেই সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দিতে পারে রাজ্য সরকার। গোলকিপার কোচ হিসাবে উঠেছে দেবাশিস মুখোপাধ্যায়ের নাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৬
Share:

কামাখ্যা মন্দিরে কোচ রঞ্জন চৌধুরীর সঙ্গে টিম ইস্টবেঙ্গল। মঙ্গলবার গুয়াহাটিতে। ছবি: ফেসবুক

খড়দহে রাজ্য ফুটবল অ্যাকাডেমির নতুন কোচ হতে পারেন ইস্টবেঙ্গলের রঞ্জন চৌধুরী। লাল-হলুদ শিবির ছাড়লে, পুজোর পরেই সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দিতে পারে রাজ্য সরকার। গোলকিপার কোচ হিসাবে উঠেছে দেবাশিস মুখোপাধ্যায়ের নাম।

Advertisement

বর্তমান কোচ গৌতম সরকারের জায়গায় অ্যাকাডেমির জন্য রঞ্জনবাবুর নাম ভাবা হলেও তাঁকে নিয়ে সমস্যা আছে। কারণ রঞ্জনবাবুর সঙ্গে পাঁচ বছরের চুক্তি আছে ইস্টবেঙ্গলের। এমনকী তাঁকে সামনে রেখেই লাল-হলুদ অ্যাকাডেমির সব পরিকল্পনা করেছেন লাল-হলুদ কর্তারা। এই অবস্থায় ইস্টবেঙ্গল ছেড়ে নতুন দায়িত্ব রঞ্জনবাবু নিতে পারবেন কি না, সেটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার রাতে গুয়াহাটি থেকে রঞ্জনবাবু অবশ্য সাফ জানিয়ে দিলেন, ‘‘প্রস্তাব পেয়েছি। তবে ক্লাব না চাইলে আমার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয়।’’ যা শুনে ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘এখনও কোনও কথা শুনিনি। প্রস্তাব পেলে ভেবে দেখব।’’

রঞ্জন শেষ পর্যন্ত কোন দায়িত্বে থাকবেন সেটা সময় বলবে। তবে বলছিলেন, ‘‘বাংলা ফুটবলের উন্নতির জন্য এই অ্যাকাডেমিটা খুব জরুরি। তাই রাজ্য সরকার চাইলে আমি ওদের সব রকম সাহায্য করব।’’ এখনও পর্যন্ত যে চার্ট তিনি তৈরি করেছেন সেটা সাত ভাগে ভাগ করা। ১) প্রোপার স্কাউটিং। ২) সিলেবাস। ৩) ২০০০ ঘণ্টার হাইব্রিড ট্রেনিং। ৪) প্রতিযোগিতা। ৫) অডিট ও অ্যাসেসমেন্ট। ৬) প্লেসমেন্ট। ৭) বেঞ্চমার্ক উইথ এলিট অ্যাকাডেমি। এ দিকে, আজ বরদলৈ ট্রফির সেমিফাইনালে খেলতে নামবে ইস্টবেঙ্গল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন