Nagaraju

নির্বাচক প্রধানের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার

২০১৪ সালের রঞ্জিতে অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। টানা ৮২ ঘন্টা ব্যাটিং করে গিনেস বুকে নামও তুলেছিল নাগারাজু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ১৯:৫১
Share:

প্রসাদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার। ছবি: এএফপি।

নির্বাচকমণ্ডলীর প্রধান এমএসকে প্রসাদের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হল অন্ধ্রপ্রদেশের রঞ্জি ক্রিকেটার বি নাগারাজুকে।

Advertisement

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয়েছিল প্রসাদ ও নাগারাজুর। তার পর থেকেই প্রসাদের কণ্ঠস্বর অনুকরণ করে শিল্পপতিদের কাছ থেকে টাকা নিত এই ক্রিকেটার। গিনেস বুকে নাম তোলা ক্রিকেটার নাগারাজু।

২০১৪ সালের রঞ্জিতে অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। টানা ৮২ ঘন্টা ব্যাটিং করে গিনেস বুকে নামও তুলেছিল নাগারাজু। সেটা অবশ্য রঞ্জি ট্রফির ম্যাচ ছিল না। প্রসাদের অভিযোগের ভিত্তিতে গান্নাভরম বিমানবন্দর থেকে নাগারাজুকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

Advertisement

আরও খবর: ফর্মে নেই নাইট তারকা, উদ্বেগের কারণ দেখছেন না কালিস

আরও খবর: সৌরভের দলে বড় ধাক্কা, দেশে ফিরছেন তারকা পেসার

২০১৪ সালে গিনেস বুকে নাম তোলার পর একাধিক স্পনসর এগিয়ে এসেছিল নাগারাজুর কাছে। তখন থেকেই স্পনসরদের ঠকানোর কাজ শুরু করে দেয় সে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেট অ্যাকাডেমির নাম করে এক শিল্পপতির কাছ থেকে টাকা আদায় করেছিল। আর এক বার তেলুগু দেশম পার্টির মন্ত্রীর আপ্ত সহায়ক বলে টাকা আদায় করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement