বিরল ওয়ান ডে নজির জাডেজার

রবীন্দ্র জাডেজা এক বিরল ওয়ান ডে নজির গড়ে ফেললেন মঙ্গলবার। যা এর আগে মাত্র দু’জন ভারতীয় কিংবজন্তি গড়তে পেরেছেন। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৬:১২
Share:

একদিনের ক্রিকেটে অলরাউন্ডার হিসেব বিরল কৃতিত্ব জাডেজার। ছবি: এএফপি।

ভারতীয় ওয়ান ডে দলে তিনি নিয়মিত সুযোগ না পেতে পারেন, তবে রবীন্দ্র জাডেজা এক বিরল ওয়ান ডে নজির গড়ে ফেললেন মঙ্গলবার। যা এর আগে মাত্র দু’জন ভারতীয় কিংবজন্তি গড়তে পেরেছেন।

Advertisement

ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে দু’হাজার রান ও ১৫০ উইকেটের মালিক হলেন জাডেজা। যে মাইলফলক আগে গড়েছেন আর মাত্র দু’জন ভারতীয়। সচিন তেন্ডুলকর ও কপিল দেব। মঙ্গলবার নাগপুরে ব্যাট হাতে নেমে দশ রানে পৌঁছনো মাত্রই এই ক্লাবে ঢুকে পড়েন। সচিন ওয়ান ডে-তে প্রায় সাড়ে আঠারো হাজার রান করার পাশাপাশি ১৫৪ উইকেটও পেয়েছেন। আর কপিল দেব ৩৭৮৩ রান করার সঙ্গে নিয়েছেন ২৫৩ উইকেট। জাডেজা মঙ্গলবার ১৪৯তম ওয়ান ডে খেলতে নামেন। এই ম্যাচের আগে পর্যন্ত ১৭১ উইকেট নেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement