ম্যাকলিয়ড রাসেল গল্ফের মঞ্চে হঠাৎই জোড়া যুদ্ধ। সবুজ ঘাসে ভারত বনাম তাইল্যান্ড! মাঠের বাইরে শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া বনাম আইওএ।
প্রথম যুদ্ধে দেড় কোটি টাকা পুরস্কার মূল্যের টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষে ১০-আন্ডার ১৩৪ স্কোরে যুগ্ম শীর্ষে দিল্লির রশিদ খান ও পারিয়া জুনহাসাভাসদিকুল। প্রথম জন শুক্রবার মাতালেন একটি ঈগল ও ছ’টি বার্ডি-সহ আট শট কমে রাউন্ড শেষ করে। যার পর বললেন, ‘‘আমি কিন্তু দু’বছর আগে এখানে নয়-আন্ডারও খেলেছি।’’ সেরাটা আসা বাকি, সেই হুঁশিয়ারিই কি দিলেন প্রতিপক্ষ ও এশীয় ট্যুরের বন্ধুকে? পারিয়া গতকালের ৬৬-র পর এ দিন ৬৮ স্কোর করেন। আরসালানের বিরিয়ানিতে মুগ্ধ তারকা বললেন, ‘‘কলকাতায় খেলা দারুণ উপভোগ করছি। কাল রশিদের সঙ্গে নামতে মুখিয়ে আমি। ওকে খেলতে দেখে অনেক কিছু শেখা যায়।’’ দু’জনের চেয়ে চার শটে পিছিয়ে দ্বিতীয় স্থানে শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া ও ভারতীয় ট্যুর জেতার দৌড়ে থাকা শুভঙ্কর শর্মা-সহ আরও দু’জন।
দারুণ একটা রাউন্ডের সুর কাটল আইওএ-বিতর্কে। অলিম্পিক্সের টাকা পাননি, অভিযোগ করেছিলেন শিবশঙ্কর। এ দিন আইওএ যা ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেয়। বলে, ‘‘এই অভিযোগে আমরা স্তম্ভিত। তিরিশ লাখ টাকা দেওয়ার কোনও প্রতিশ্রুতি চৌরাসিয়াকে দেওয়া হয়নি।’’ যা শুনে শিবশঙ্কর বলে দিলেন, ‘‘যা বলার টুর্নামেন্টের শেষে গিয়ে বলব।’’