বিশ্বকাপের আগে পরীক্ষা চান না কোচ

অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগের দিন, বুধবার, মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে এসে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেন, ‘‘এই ম্যাচগুলোয় আমরা সেই পনেরো জন ক্রিকেটারকেই খেলাতে চাই, যারা বিশ্বকাপে যাবে। ফলে পরীক্ষা-নিরীক্ষার আর কোনও জায়গা নেই।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ০৪:০৫
Share:

যুগলবন্দি: কোচ শাস্ত্রীর পাশে দাঁড়িয়ে সওয়াল কোহালির। পিটিআই

ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হতে আর মাস সাতেক বাকি। তার আগে হাতে আছে আর তেরোটা ওয়ান ডে ম্যাচ। কিন্তু এই সব ম্যাচে আর দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে চায় না ভারত। ভারতীয় দল পরিচালন সমিতি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, বিশ্বকাপের দল তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগের দিন, বুধবার, মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে এসে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেন, ‘‘এই ম্যাচগুলোয় আমরা সেই পনেরো জন ক্রিকেটারকেই খেলাতে চাই, যারা বিশ্বকাপে যাবে। ফলে পরীক্ষা-নিরীক্ষার আর কোনও জায়গা নেই।’’

ভারতের ‘মিশন বিশ্বকাপ’ যে শুরু হয়ে গিয়েছে, তা বোঝা যাচ্ছে কোচের কথায়। শাস্ত্রী বলে দিয়েছেন, ‘‘আমাদের এখন ফোকাসটা ঠিক রেখে এগিয়ে যেতে হবে। দলগত কম্বিনেশটা চূড়ান্ত করে ফেলতে হবে। আশা করব, এর মধ্যে আর চোট-আঘাতের সমস্যায় পড়তে হবে না। তা হলে আর আমাদের অন্য কোথাও তাকাতে হয় না।’’

Advertisement

শাস্ত্রীর কথায় পরিষ্কার, বড় কোনও অঘটন না ঘটলে চার নম্বরে অম্বাতি রায়ডুই ব্যাট করবেন। তেমনই বাঁ হাতি পেসার হিসেবে বিশ্বকাপ খেলাও মোটামুটি পাকা খলিল আহমেদের। শাস্ত্রী বলে দিচ্ছেন, ‘‘আমাদের হাতে এখন বেশি ম্যাচ নেই। ১৩টা ম্যাচ আছে। তাই আমরা সেরা দলটাই সব সময় খেলানোর চেষ্টা করব।’’

এই ১৩ ম্যাচের মধ্যে আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। এর পরে ঘরের মাঠে আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ফিরতি সিরিজ।

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে রয়েছে চার টেস্টের সিরিজ। যে সিরিজ নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতীয় দল কিন্তু সব ফর্ম্যাটেই অনেক উন্নতি করেছে। ইংল্যান্ডের মাটিতে সিরিজের স্কোরলাইন দেখার পরেও আমি এই কথা বলব। কারণ, বিদেশে আমাদের ছেলেরা যে রকম খেলেছে, তাতে আমরা খুশি।’’ ভারতীয় কোচ আশাবাদী, ছেলেরা ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে নামবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে। তিনি বলেন, ‘‘আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডে যে ভুলগুলো করেছিলাম, তার থেকে শিক্ষা নিয়ে মাঠে নামলে অস্ট্রেলিয়ায় ভাল ফলই হবে বলে আশা করছি।’’ টেস্ট সিরিজ নিয়ে তাঁর মন্তব্য, ‘‘টেস্ট ক্রিকেট সম্পূর্ণ অন্য ধরনের খেলা। বিশ্বকাপের আগে এটা শেষ টেস্ট সিরিজ। তাই ফোকাসটা এই সিরিজের ওপরই থাকবে।’’

আগ্রাসী ইশান্ত: পরের অস্ট্রেলিয়া সফরে তিনি দলে থাকবেন কি না, জানেন না। তাই ইশান্ত শর্মার লক্ষ্য এই সিরিজেই নিজেকে উজাড় করে দেওয়া। বৃহস্পতিবার সংবাদ সংস্থাকে ইশান্ত বলেছেন, ‘‘আমি যখনই ভারতীয় দলের হয়ে খেলি, তখনই নিজেকে উজাড় করে দিই। বিপক্ষকে শেষ করে দেওয়ার জন্য ঝাঁপাই। আমার বয়স এখন তিরিশ। পরের অস্ট্রেলিয়া সফরের সময় বয়স হবে ৩৪। তাই যা করার এই সফরেই করতে হবে।’’

এর আগে তিন বার অস্ট্রেলিয়া সফরে এসেছেন ইশান্ত। ৮৭টি টেস্ট খেলা এই পেসার বলছেন, ‘‘আমি এখন অনেক পরিণত। ফিল্ডিং অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী বল করছি। একজন ক্রিকেটারের বয়স যত বাড়বে, শরীরের ওপর ধকলও তত পড়বে। সে ক্ষেত্রে মানসিকতাটা বড় হয়ে যায়। মানসিকতা ঠিক থাকলে, বোলিংটাও ঠিক মতো করা যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন