Ravi Shastri

'অশালীন' মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে রবি শাস্ত্রী

অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ভারত ১-০ এগিয়ে যাওয়ার পর শাস্ত্রী কথা বলছিলেন লাইভ টিভিতে। সেখানেই তিনি হিন্দিতে এই মন্তব্য করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৪
Share:

লাইভ টিভিতে কথা বলছেন রবি শাস্ত্রী। ছবি টুইটারের সৌজন্যে।

অ্যাডিলেডে ভারতের টেস্ট জয়ের সৌরভেই তৈরি হল বিতর্ক। জয়ের ঠিক পরেই সরাসরি সম্প্রচারকারী চ্যানেলে প্রধান কোচ রবি শাস্ত্রীর মন্তব্য শোরগোল ফেলল নানা মহলে। যা চিহ্নিত হচ্ছে অশালীন মন্তব্য হিসেবে।

Advertisement

অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ভারত ১-০ এগিয়ে যাওয়ার পর শাস্ত্রী কথা বলছিলেন লাইভ টিভিতে। সেখানেই তিনি হিন্দিতে বলে ওঠেন, “কিছুক্ষণের জন্য তো ...টা”। স্টুডিয়োয় উপস্থিত সুনীল গাওস্কর যা শুনে বলে ওঠেন, “ওয়েল দ্যাটস অলরাইট।” এরপর গাওস্করের কাছে মাইকেল ক্লার্ক এর মানে জানতে চান। গাওস্কর বলেন, “এটা ফ্যামিলি শো চলছে।”

আর শাস্ত্রীর এই মন্তব্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। কী ভাবে এই মন্তব্য করতে পারলেন তিনি, উঠছে প্রশ্ন। এর আগেও বিতর্কিত মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন শাস্ত্রী।

Advertisement

আরও পড়ুন: ক্যাপ্টেন কোহালির অনন্য নজিরে সেরা অবদান কিন্তু পূজারার​

আরও পড়ুন: অজি বধে বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন কোহালি​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement