রবি শাস্ত্রীকে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল

যখন রবি শাস্ত্রীকে কোচ না করা নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্যে উত্তাল ভারতীয় ক্রিকেট তখনও আবার বোমা ফাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যখন শাস্ত্রীকে কোচ না করার পিছনে তাঁকেই অভিযুক্ত করা হচ্ছে তখনই তিনি জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রাক্তন টিম ডিরেক্টরকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ১৬:৪২
Share:

যখন রবি শাস্ত্রীকে কোচ না করা নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্যে উত্তাল ভারতীয় ক্রিকেট তখনও আবার বোমা ফাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যখন শাস্ত্রীকে কোচ না করার পিছনে তাঁকেই অভিযুক্ত করা হচ্ছে তখনই তিনি জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রাক্তন টিম ডিরেক্টরকে। ক্রিকেট উপদেষ্টা কমিটি অনিল কুম্বলেকে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের হেড কোচ বেছে নেওয়ার পর সরাসরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছিলেন রবি শাস্ত্রী। তাঁর বক্তব্য ছিল তাঁর কোচ হওয়ার পথে একমাত্র বাঁধা হয়ে দাঁড়়িয়েছিলেন নাকি সৌরভই। কারণ তাঁর ইন্টারভিউর সময় সৌরভ উপস্থিত ছিলেন না। সৌরভ বলেন, ‘‘আমরা রবিকে ভারতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলাম।’’

Advertisement

গত সপ্তাহে রবি শাস্ত্রী ও সৌরভ ইস্যু নিয়ে অনেকেই মুখ খুলেছিলেন। কেউ ছিলেন সৌরভের পক্ষে আবার কেউ শাস্ত্রীর। যখন শাস্ত্রী সৌরভের তাঁর ইন্টারভিউকে না থাকা নিয়ে প্রশ্ন তোলেন তখন সৌরভও পাল্টা প্রশ্ন তুলে দেন, কেন এরকম একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ শাস্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিলেন। সব মিলে ভারতীয় ক্রিকেটে তখন চলছিল সৌরভ-শাস্ত্রী দ্বৈরথ। সৌরভ এও জানিয়ে দেন, সহকারি কোচ বেছে নেওয়ার ক্ষেত্রে সৌরভ, সচিন, লক্ষ্মণের কোনও ভূমিকাই ছিল না। সবটাই তাঁরা ছেড়়ে দিয়েছিলেন কুম্বলের উপর। তিনি বলেন, ‘‘যেহেতু অনিল নিজে একজন বোলার সে কারণে ও কোনও বোলিং কোচ নিতে চাননি। আমি সংবাদপত্রে এও পড়়লাম অনিল ভবিষ্যতে পেস বোলিং কোচ নিতে চান। তবে এটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রে কারও কোনও ভূমিকা ছিল না।’’

আরও খবর

Advertisement

‘যদি ক্রিকেট সিনেমা হয় তাহলে গাওস্কর শোলে’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন