Ravindra Jadeja

হুক্কা খাওয়ার ছবি পোস্ট করে ট্রোল্ড জাড্ডু

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিতেই জাডেজাকে টিপ্পনি কাটতে থাকেন তাঁর ভক্তরা। কেউ লেখেন হুক্কা খাওয়া খারাপ তো কেউ লেখেন হুক্কাকে ঘৃণা করি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ১৫:৪৬
Share:

এই সেই ছবি। ছবি: ইনস্টাগ্রাম।

অল্প কয়েক দিনের মধ্যে ফের এক বার ট্রোল্ড হলেন রবীন্দ্র জাডেজা। কয়েক দিন আগেই এক জন সমর্থক তাঁকে অজয় জাডেজা বলায়, টুইট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন জাড্ডু। এর পরই ট্রোল্ড হতে হয়েছিল তাঁকে।

Advertisement

এ বার ট্রোল্ড হলেন হুক্কা খাওয়ার জন্য। মঙ্গলবারই নিজের ইনস্টাগ্রামে হুক্কা খাওয়ার একটি ছবি পোস্ট করেন জাডেজা। ছবির ক্যাপশনে লেখেন, “খারাপ কাজ করে ছোটবেলা কাটিয়েছি, যৌবন কাটছে খারাপ কাজে।”

আর এর পরই এই ছবি নিয়ে সোস্যাল মিডিয়ায় জাডেজাকে ট্রোল্ড করতে থাকেন ক্রিকেট ফ্যানেরা। একের পর এক মন্তব্য জাডেজাকে করতে থাকেন ক্রিকেট ফ্যানরা।

Advertisement

Bachpan kaali raaton mein or jawani kaale kaamo mein. #allblack #farmhouse #kiwimint #RajputBoy

আরও পড়ুন: আইএসএলের দ্রুততম পাঁচটি হ্যাটট্রিক করেছেন এঁরা

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিতেই জাডেজাকে টিপ্পনি কাটতে থাকেন তাঁর ভক্তরাও। কেউ লেখেন হুক্কা খাওয়া খারাপ তো কেউ লেখেন হুক্কাকে ঘৃণা করি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement