গ্যারেথ বেলের দাবি মানছে রিয়াল মাদ্রিদ। শোনা যাচ্ছে তাঁকে সপ্তাহে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইউরোর নতুন চুক্তিই দিতে চলেছে রিয়াল। সাপ্তাহিক বেতন নিয়ে খুশি ছিলেন না বেল। ক্লাবকে নতুন চুক্তি দিতে বলেছিলেন। কিন্তু বেলের দাবিতে ড্রেসিংরুমে ঝামেলা শুরু হয়। বাকি ফুটবলাররা প্রতিবাদ জানান, ক্লাবের হয়ে সাধারণ পারফরম্যান্সের পরেও কোন যুক্তিতে বেল বেতন বাড়াতে বলছেন।