জিদানের ফাইনাল

দু’ম্যাচে চাই চার পয়েন্ট। তা হলেই ২০১২-র পর ফের স্পেনের সেরা রিয়াল মাদ্রিদ। প্রশ্ন হচ্ছে আদৌ লিগ জিততে পারবেন রোনাল্ডোরা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০৪:৩৪
Share:

দু’ম্যাচে চাই চার পয়েন্ট। তা হলেই ২০১২-র পর ফের স্পেনের সেরা রিয়াল মাদ্রিদ। প্রশ্ন হচ্ছে আদৌ লিগ জিততে পারবেন রোনাল্ডোরা?

Advertisement

বুধবার রিয়ালের সামনে অপেক্ষা করছে সেল্টা ভিগো। খাতায়-কলমে সেল্টা দুর্বল দল হতে পারে কিন্তু এই মরসুমে বার্সেলোনাকে নিজেদের ঘরের মাঠে হারিয়েছিল সেল্টা। সেই কারণেই জিদান মনে করছেন লড়াইটা যথেষ্ট কঠিন। ‘‘সেল্টা কঠিন একটা চ্যালেঞ্জ ছুড়বে। ওরা শুধু মাত্র খেলার জন্য খেলবে না। ওরা পেশাদার। জেতার জন্যই নামবে,’’ বলছেন জিদান।

বাকি দুই লিগ ম্যাচ রিয়ালের কাছে কোনও ফাইনালের থেকে কম কিছু নয়। রিয়ালের ফরাসি ম্যানেজার বলছেন, ‘‘এতে কোনও সন্দেহ নেই আমরা দুটো ফাইনাল খেলতে নামছি। কিন্তু প্রথম ফাইনালের আগে তৈরি রিয়াল।’’

Advertisement

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবার রিয়াল শিবিরে গৃহযুদ্ধ। আগের ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে রিয়ালের ৪-১ জয়ে মাঝপথে আলভারো মোরাতাকে তুলে নেন জিদান। ম্যানেজারের সিদ্ধান্তে এতটাই ক্ষুব্ধ মোরাতা যে জানিয়ে দিয়েছেন মরসুম শেষেই ক্লাব ছাড়ছেন তিনি। জিদান অবশ্য সে সমস্ত উড়িয়ে বলছেন, ‘‘এখন আর কোনও সমস্যা নেই। মোরাতার সঙ্গে কথা হয়েছে।’’

রিয়াল সমর্থকদের স্বস্তি দিয়ে আবার ট্রেনিংয়ে ফিরেছেন গ্যারেথ বেল। জিদান বলছেন, ‘‘গ্যারেথ আগের থেকে অনেক ভাল অবস্থায় আছে। বেল ট্রেনিং করেছে। তবে প্রথম দলের সঙ্গে নয়। সেল্টা ম্যাচে ও দলে থাকবে না। খুব তাড়াতাড়ি ও ফিরবে মাঠে।’’ সঙ্গে তিনি যোগ করে, ‘‘লা লিগা জিততে চাই। আশা করছি বাকি দুটো ম্যাচে দারুণ খেলবে দল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন