দিন্দাকে টোটকা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। তাই ডেভিড ওয়ার্নারকে তুলে সিআর সেভেন স্টাইলে উৎসব। সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর চব্বিশ ঘণ্টা পর বলে দিলেন বাংলা পেসার অশোক দিন্দা। ‘‘আমি তো দেখছি ওয়ার্নারকে তোলার পর আমার উৎসব রীতিমতো আলোচনার বস্তু হয়ে উঠেছে,’’ বলে দিচ্ছেন দিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০৪:২৭
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। তাই ডেভিড ওয়ার্নারকে তুলে সিআর সেভেন স্টাইলে উৎসব। সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর চব্বিশ ঘণ্টা পর বলে দিলেন বাংলা পেসার অশোক দিন্দা। ‘‘আমি তো দেখছি ওয়ার্নারকে তোলার পর আমার উৎসব রীতিমতো আলোচনার বস্তু হয়ে উঠেছে,’’ বলে দিচ্ছেন দিন্দা। সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি নিজের বোলিং নিয়ে অসম্ভব খুশি। নেটে ভাল বোলিং যে করছি, বুঝতে পারছিলাম। আর নেটে নিয়মিত ভাল করায় বিশ্বাস এসে গিয়েছিল যে ম্যাচেও সেটা করতে পারব।’’

Advertisement

পাশাপাশি দিন্দা ধন্যবাদ দিচ্ছেন পুণে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেও। বলছেন, ‘‘ধোনি সব সময় আমার ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিল। সব সময় উৎসাহ দিয়ে গিয়েছে। ওয়ার্নারকে কী ভাবে আউট করতে হবে, তা নিজের অভিজ্ঞতা থেকে ধোনিই আমাকে বুঝিয়ে দিয়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement