Aaron Finch

অস্ট্রেলিয়ার টিমবাসের কাচ ভাঙল পাথরে, মুখ পুড়ল গুয়াহাটির

বর্ষাপাড়া স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে সাউকুচিতে অস্ট্রেলিয়ার টিম বাস লক্ষ্য করে উড়ে এল পাথর। ভাঙল বাসের কাচ। সেই ছবি-সহ টুইট করে বিষয়টি জানান অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ১০:৫৯
Share:

এ ভাবেই ভাঙা হয়েছে বাসের কাচ।

সুন্দর স্টেডিয়াম, শব্দব্রহ্ম, কানায়-কানায় পূর্ণ স্টেডিয়াম-সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় জম্পেশ সূচনা হতে চলেছিল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের। কিন্তু ম্যাচ যত ভারতের হাতের বাইরে যেতে থাকে ততই ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রতি গ্যালারি থেকে উড়ে আসছিল কটুক্তি। খেলা শেষের আগেই অর্ধেক ফাঁকা হয়ে গিয়েছিল স্টেডিয়াম। কিন্তু রাজ্যের মুখ পোড়ালো জাতীয় সড়কে দাঁড়ানো কিছু দুষ্কৃতী। বর্ষাপাড়া স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে সাউকুচিতে অস্ট্রেলিয়ার টিম বাস লক্ষ্য করে উড়ে এল পাথর। ভাঙল বাসের কাচ। সেই ছবি-সহ টুইট করে বিষয়টি জানান অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। লেখেন, “হোটেলে ফেরার পথে পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হল বাসের কাচ। খুবই আতঙ্কের ব্যাপার।” টুইটটি রিটুইট করেন দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। অনেক অপেক্ষার পরে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ পেয়েছিল বর্ষাপাড়া স্টেডিয়াম। সাত বছর পরে ফের ওয়ান ডে হল গুয়াহাটিতে।

Advertisement

আরও পড়ুন:
নয়া অস্ত্রে চমক অস্ট্রেলিয়ার

সমস্যা করল বাঁ-হাতি পেস

Advertisement

অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রাজ্যবাসীর আশা ছিল, এ দিনের খেলা ভালমতো হলে আইপিএল রাজ্যে টানা যাবে। আরও ঘন ঘন আন্তর্জাতিক খেলা হবে গুয়াহাটিতে। কিন্তু একাংশ তথাকথিত ক্রিকেট সমর্থকের হতাশার হঠকারি ও নির্লজ্জ বহিঃপ্রকাশ শুধু রাজ্য নয় দেশকেও লজ্জায় ফেলল। পুলিশ কমিশনার হীরেন নাথ জানান, দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। এ দিকে স্টেডিয়ামের অন্যান্য পরিকাঠামো গত ২০ দিনের মধ্যে সাজিয়ে তোলা গেলেও সাংবাদিকদের জন্য ছিল চরম অব্যবস্থা। প্রেস বক্সে মেলেনি ঠিকমতো ইন্টারনেট সংযোগ। কাচের বাক্সের সামনে এসির জন্য ঝাপসা হয়ে ছিল অধিকাংশ সময়। এ নিয়েও ব্যাপক ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার সাংবাদিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন