রোহিতের বিয়ের জৌলুস বাড়ালেন সচিন, অম্বানিরা

ক্রিকেটারদের বিয়ের মরশুম চলছেই। আর চলছে ক্রিকেট থেকে বলিউ়ড সেলিব্রিটিদের একমঞ্চে উপস্থিত হওয়া। রোহিত শর্মা যখন রিতিকা সাজদেকে নিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তখন তাঁর পাশে ভারতীয় ক্রিকেটের সেরা মুখ সচিন তেন্ডুলকর থেকে নিতা অম্বানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৩২
Share:

বিয়ের পর স্ত্রী রিতিকা সাজদের সঙ্গে রোহিত শর্মা। ছবি:ট্যুইটারের সৌজন্য

ক্রিকেটারদের বিয়ের মরশুম চলছেই। আর চলছে ক্রিকেট থেকে বলিউ়ড সেলিব্রিটিদের একমঞ্চে উপস্থিত হওয়া। রোহিত শর্মা যখন রিতিকা সাজদেকে নিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তখন তাঁর পাশে ভারতীয় ক্রিকেটের সেরা মুখ সচিন তেন্ডুলকর থেকে নিতা অম্বানি। স্ত্রী অঞ্জলীকে সঙ্গে করে রোহিতের বিয়েতে এলেন সচিন। ততক্ষনে রোহিতের পাশে হাজির তাঁরই সতীর্থ চেতেশ্বর পূজারা ও রবিন্দর জাদেজা। দুই বন্ধু এলেন একই সঙ্গে। এছাড়াও ছিলেন সুরেশ রায়না, উমেশ যাদব, যুবরাজ সিংরা। সদ্য বিবাহিত হরভজন সিংও এলেন স্ত্রী গিতা বসরাকে সঙ্গে করে. কিছুদিন আগেই এই সেলিব্রেটিদের অনেককেই দেখা গিয়েছিল হরভজনের বিয়েতে। রোহিতের বিয়ের মঞ্চ অবশ্য আলো করলেন মুম্বই ইন্ডিয়ান্সেক মালকিন নিতা অম্বানি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর পুত্রও। বলিউডের পরিচিত মুখের মধ্য দেখা মিলল সোনাক্ষী সিনহার। নববিবাহিত দম্পতির সঙ্গে পোজও দিলেন বলিউডের এই গ্ল্যামার গার্ল। ছিলেন অভিনেতা সোহেল খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement