শক্তি নয়, টেকনিকে ভরসা রোহিতের

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে তৃতীয় ডাবল সেঞ্চুরিটি করার পরে রোহিত সাংবাদিকদের বলেন, ‘‘আমার তো এম এস ধোনি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেলদের মতো শক্তি নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ০৩:৫২
Share:

তাঁর ব্যাটিংয়ে শক্তি কম, টেকনিক বেশি, স্বীকার করতে দ্বিধা নেই ভারতীয় দলের ‘হিটম্যান’ রোহিত শর্মার। ওয়ান ডে ক্রিকেটে যিনি তিনটি ডাবল সেঞ্চুরির
নজির রয়েছে।

Advertisement

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে তৃতীয় ডাবল সেঞ্চুরিটি করার পরে রোহিত সাংবাদিকদের বলেন, ‘‘আমার তো এম এস ধোনি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেলদের মতো শক্তি নেই। আমাকে নিজের বুদ্ধি দিয়ে ব্যাটিং করতে হয়। ঠিক সময়ে ব্যাটে-বলে করে ফিল্ডিং অনুযায়ী নিখুঁত লাইনে শট নিই।’’ বুধবার তাঁর ডাবল সেঞ্চুরির অর্ধেকটা যে গতিতে তিনি করেন, বাকি অর্ধেকটা করতে তার তিন ভাগ সময় নেন রোহিত। এই ব্যাপারে তাঁর বক্তব্য, ‘‘আমি পরিবেশ বিশ্লেষণ করে সেই অনুযায়ী খেলা বেশি পছন্দ করি। খেয়াল করে থাকবেন হয়তো, আমার তিনটে ডাবল সেঞ্চুরি কিন্তু প্রায় একই ভাবে করা। ধীরে শুরু করে ক্রমশ গতি বাড়িয়েছি।’’

পরে বিসিসিআই ওয়েবসাইটের জন্য ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় রোহিত বলেন, ‘‘আমি ঠিক করেছিলাম, নিজের ভুলে আউট হবো না। ওরা যদি আমায় আউট করতে পারে করুক। ক্রিজে থাকার সময় নিজেকে সমানে এটাই বলে যাচ্ছিলাম। যতক্ষণ পারি ব্যাট করে যাবো, এটাই ঠিক করে নেমেছিলাম। উইকেটও যেমন ভাল ছিল, আউটফিল্ডের গতিও তেমনই দুরন্ত ছিল। তাই আমার শুধু ক্রিজে থাকার দরকার ছিল।’’

Advertisement

বিরাট কোহালির জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া রোহিত দলের সদস্যদের শারীরিক সক্ষমতার প্রশংসা করে ট্রেনার শঙ্কর বাসুকে ধন্যবাদ দেন। এই প্রসঙ্গে শাস্ত্রীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শঙ্করকে ধন্যবাদ, ও আমাদের সত্যিই খুব কড়া ট্রেনিং করায়। তবে আমি বেশি ভরসা করি আমার টাইমিংয়ের ওপরই। বলের লাইনে এসো, সেই অনুযায়ী শট খেলো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন