Rohit Sharma

জন্মদিনে পাশে নেই, সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন রোহিত। অ্যাডিলেডে প্রথম ইনিংসে দুরন্ত ছন্দেও দেখাচ্ছিল তাঁকে। ৩৭ রানের ইনিংসে মেরেছিলেন তিনটি ছয়। সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারেননি তিনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৭:৫০
Share:

রোহিতের পোস্ট করা সেই ছবি। সৌজন্যে ইনস্টাগ্রাম।

জন্মদিনে স্ত্রী রীতিকার পাশে নেই। মন খারাপ রোহিত শর্মার। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজ খেলতে গিয়েছেন মুম্বইকর। তাই সোশ্যাল মিডিয়াতেই স্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করলেন তিনি।

Advertisement

ইনস্টাগ্রামে পুরনো এক ছবি পোস্ট করেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান। যাতে তাঁর স্ত্রী কাটছেন কেক। পাশে দাঁড়িয়ে রয়েছেন রোহিত। পোস্টে তিনি লিখেছেন, “আমার অর্ধাঙ্গিনীকে জন্মদিনের শুভেচ্ছা। পাশে নেই বলে ক্ষমাপ্রার্থী। তাই গত বছর ফ্লাইটের মধ্যে হওয়া জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করলাম।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন রোহিত। অ্যাডিলেডে প্রথম ইনিংসে দুরন্ত ছন্দেও দেখাচ্ছিল তাঁকে। ৩৭ রানের ইনিংসে মেরেছিলেন তিনটি ছয়। কিন্তু, তারপর বেহিসেবি শটে উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি করেন মাত্র এক রান। পার্‌থে সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারেননি তিনি। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে তিনি খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আরও পড়ুন: পার্‌থ টেস্ট হেরেও বাড়তি বিশ্রামে কোহালিরা!​

আরও পড়ুন: বিরাট-আগ্রাসন খেলারই অঙ্গ, কোহালির পাশে দাঁড়িয়ে টুইট শোয়েব আখতারের​

Happy birthday my other half. Apologies for not being there, thought I’ll share this inflight celebration of your birthday last year @ritssajdeh ❤️

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement