India

দুই শয্যার অ্যাপার্টমেন্টে দিন কাটছে রোহিতের

সিডনিতে রয়েছেন রোহিত। ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০০:২৫
Share:

ছবি সংগৃহীত।

অস্ট্রেলিয়ায় পৌঁছে নিয়ম মেনে নিভৃতবাসে থাকতে হচ্ছে রোহিত শর্মাকে। সিডনিতে দুই শয্যার অ্যাপার্টমেন্টে আপাতত দিন কাটছে রোহিতের।

Advertisement

সিডনিতে রয়েছেন রোহিত। ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁকে। ঘর থেকে বেরনোর অনুমতি নেই একেবারেই। তার ওপর সিডনির কিছু জায়গায় নতুন করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। ঘরের ভেতরেই ফিজক্যাল ট্রেনিং করছেন, টেলিভিশন দেখছেন তিনি।

ভারতীয় দলের মেন্টাল কন্ডিশনিং কোচ পার্থ বারানসী বলেছেন, ‘‘দু’ সপ্তাহের কোয়ারেন্টিন পর্ব চলছে রোহিতের। নিজেকে তৃতীয় টেস্টের জন্য তৈরি করছে। কিন্তু কাজটা একেবারেই সহজ নয়। গোটা দল প্র্যাকটিস করছে। ও করতে পারছে না। এটা সবসময় মাথার মধ্যে থাকে। তাছাড়া ও দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। ফলে একটা চাপ তো আছেই। এই কারণেই মেন্টাল কন্ডিশনিং খুব গুরুত্বপূর্ণ।

Advertisement

আরও পড়ুন: সৌরভকে নিয়ে বোর্ডের অন্দরেই একগুচ্ছ প্রশ্ন, তোলপাড় হবে সভা

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা। ভারত অ্যাডিলেডে প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন: ডেভিড উইলিয়ামসের অনবদ্য গোলে বেঙ্গালুরুকে হারাল এটিকে মোহনবাগান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন