টেস্ট দলে রোহিত ও রাহুল

পুরো দল: বিরাট কোহালি (অধিনায়ক), মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, আর. অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ০৪:৪৯
Share:

শ্রীলঙ্কায় টেস্ট দলে ফিরছেন রোহিত শর্মা।—ফাইল চিত্র।

শ্রীলঙ্কায় টেস্ট দলে ফিরছেন রোহিত শর্মা ও কে এল রাহুল। গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডে শেষ টেস্ট খেলার পর দলে ফিরে এলেন রোহিত। চোট সারিয়ে মাঠে ফিরে এলেও প্রথম শ্রেণির কোনও ম্যাচ খেলেননি তিনি। আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন শুধু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সাত ইনিংসে ছ’টি হাফ সেঞ্চুরি করার পর চোটের জন্য আর ভারতের হয়ে খেলা হয়নি ওপেনার লোকেশ রাহুলের। তিনিও শ্রীলঙ্কায় মাঠে ফিরতে চলেছেন। সেখানে মুরলী বিজয়ের সঙ্গে ওপেন করবেন তিনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তিনশো রানের ইনিংস খেলা করুণ নায়ারকে বাদ পড়তে হল ভারতীয় টেস্ট দল থেকে। অফ স্পিনার জয়ন্ত যাদবকেও টেস্ট দলে রাখা হয়নি। এই দু’জনকেই ওই সময় ভারত ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হবে। তবে হার্দিক পাণ্ড্য ও তামিল ওপেনার অভিনব মুকুন্দকে এই দলে রাখা হয়েছে। ২৬ জুলাই গলে প্রথম টেস্ট। ৩ ও ১২ অগস্ট পরের দুই টেস্ট যথাক্রমে কলম্বো ও ক্যান্ডিতে।

Advertisement

পুরো দল: বিরাট কোহালি (অধিনায়ক), মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, আর. অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।

আজ শ্রীনিদেরও বৈঠক: আজ যখন মুম্বইয়ে সৌরভ, সচিন, লক্ষ্মণরা কোচ বাছতে বসবেন। তখন অন্য দিকে সারা দেশের ক্রিকেট কর্তাদের নিয়ে এক অন্য বৈঠক ডেকেছেন এন শ্রীনিবাসন। শনিবার বোর্ডের বিশেষ কমিটির সভায় ঠিক হয়, সত্তরোর্ধ্বদের ক্রিকেট প্রশাসনে থাকার বিরোধিতা আদালতে করবে না বোর্ড। বোর্ডের আসন্ন সাধারণ সভায় যাতে এর ব্যাপক বিরোধিতা হয়, তার ব্যবস্থা করতেই এই বৈঠক। সিএবি-র কোনও প্রতিনিধি এই বৈঠকে থাকছেন না বলে জানা গিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন