Rohit Sharma

আর ৬৯ রান করলে টি-টোয়েন্টিতে কোন রেকর্ড করবেন রোহিত?

মঙ্গলবার লখনউয়ে বিরাট কোহালিকে টপকে এই ফরম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন রোহিত। তাঁর রান এখন ২২০৩। তাঁর সামনে এখন শুধু নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ১৭:৩৭
Share:

রোহিত কি পারবেন রবিবার গাপটিলকে টপকে যেতে? ছবি: পিটিআই।

আর দরকার মাত্র ৬৯ রান। তাহলেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড গড়বেন রোহিত শর্মা। রবিবার চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় টি-টোয়েন্টিতে রোহিতের দিকে তাই থাকছে নজর।

Advertisement

মঙ্গলবার লখনউয়ে বিরাট কোহালিকে টপকে এই ফরম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন রোহিত। তাঁর রান এখন ২২০৩। তাঁর সামনে এখন শুধু নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৭১ রান)।

রোহিত যে ফর্মে আছেন, তাতে রবিবার গাপটিলকে টপকে যেতেই পারেন। লখনউয়ে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছেন তিনি। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন। যদি, রোহিত আরও ৬৯ রান করে দেন, তবে ক্রিকেটের তিন ফরম্যাটেই সবচেয়ে বেশি রানের রেকর্ড থাকবে ভারতীয়দের দখলে। টেস্ট ও একদিনের ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের

Advertisement

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে স্টার্ককে খেলাচ্ছে না অস্ট্রেলিয়া​

আরও পড়ুন: বিশ্বকাপে তরতাজা রাখতে আইপিএলে পেসারদের বিশ্রাম চান কোহালি​

টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর থেকে কোনও ভারতীয় এই ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক হননি। রোহিত তা করতে পারলে তাই অনন্য নজির গড়বেন। এই মুহূর্তে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই গাপটিল। তাই রোহিত তাঁকে টপকে গেলে গাপটিলের সহজে মুকুট পুনর্দখলের সম্ভাবনা নেই।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন