রোনাল্ডো-রদ্রিগেজ জুটিকে আজ নামাতে পারে রিয়াল

এক দিকে ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। আর এক দিকে বিশ্বকাপে সোনার বুট জয়ী। পুরো ফুটবলবিশ্বের কাছে যা স্বপ্নের জুটি, রিয়াল মাদ্রিদের কাছে তা সত্যি। এবং সেই স্বপ্নের জুটির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আজ, মঙ্গলবার সুপার কাপের ম্যাচে। যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও হামেস রদ্রিগেজের জুটিকে মাঠে নামাবে রিয়াল মাদ্রিদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৪ ০২:৫৪
Share:

এক দিকে ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। আর এক দিকে বিশ্বকাপে সোনার বুট জয়ী। পুরো ফুটবলবিশ্বের কাছে যা স্বপ্নের জুটি, রিয়াল মাদ্রিদের কাছে তা সত্যি। এবং সেই স্বপ্নের জুটির আত্মপ্রকাশ ঘটতে চলেছে আজ, মঙ্গলবার সুপার কাপের ম্যাচে। যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও হামেস রদ্রিগেজের জুটিকে মাঠে নামাবে রিয়াল মাদ্রিদ।

Advertisement

মঙ্গলবার রাতে শুরু হতে চলেছে ইউরোপিয়ান মরসুম। যখন কার্ডিফে মুখোমুখি হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদ ও ইউরোপা লিগ জয়ী সেভিয়া। যুদ্ধের প্রেক্ষাপট কার্ডিফ। এমনিতেই রিয়াল দলে তারকার অভাব নেই। তবুও বিশ্বকাপ শেষ হতেই ব্রাজিল মাতিয়ে আসা দুই তরুণ তারকা টনি ক্রুজ ও রদ্রিগেজকে সই করান কার্লো আন্সেলোত্তি। যিনি আবার নিজেও দু’বার জিতেছেন সুপার কাপ। এসি মিলানের কোচ থাকাকালীন ২০০৩ সালে হারান এফসি পোর্তোকে। ২০০৭-এ মিলানের হয়ে সেভিয়াকেই হারান রিয়ালের ইতালীয় কোচ। সুপার কাপ জেতার হ্যাটট্রিক করবেন কিনা, সেই প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, “সেভিয়া খুবই ভাল দল। গত বার লা লিগায় আমাদের হারিয়েছে ওরা। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই এখানে।”

প্রাক্ মরসুমে ইন্টার মিলান, রোমা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো দলের সঙ্গে হারায় প্রশ্ন উঠে গিয়েছে, নতুন মরসুমের আগে কতটা তৈরি রিয়াল। তার উপরে আবার দলের মহাতারকা রোনাল্ডোও পুরোপুরি সুস্থ নন। তবুও তাঁকে কার্ডিফের এই ম্যাচে ২২ জনের দলে রাখা হয়েছে। শোনা যাচ্ছে, ম্যাচ শুরুর থেকেই খেলতে পারেন সিআর সেভেন। কিন্তু যাঁর প্রথম থেকে খেলা নিয়ে কোনও সন্দেহ নেই, সেই রদ্রিগেজ বলে দিলেন, রিয়াল জার্সিতে অভিষেক কোনও স্বপ্ন পূরণের থেকে কম নয়। বলেন, “বিশ্বকাপে যা করেছি তা কোনও দিন ভুলব না। সোনার বুট জিততে পেরে খুবই খুশি আমি। কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতেও ইতিহাস গড়তে চাই। অনেক ট্রফি জিততে চাই।” প্রাক্ মরসুমে দল ছন্দে না থাকলেও, দুটো গোল করে গ্যারেথ বেল প্রমাণ করেছেন তিনি তৈরি নতুন মরসুমে আরও এক ধাপ এগোতে। নিজের দেশের মাটিতে খেলতে পারায় আরও বেশি তেতে থাকবেন ‘ওয়েলস উইজার্ড’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন