এখন ছুটি কাটাতে ব্যস্ত সি আর সেভেন।
প্রথমে ছিল কর ফাঁকি। এ বার বর্ণবিদ্বেষ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে।
কনফেডারেশন্স কাপ অভিযান শেষ হওয়ার পর এখন ছুটি কাটাতে ব্যস্ত সি আর সেভেন। পেশিবহুল চেহারার প্রদর্শনী দেখাতে সুইমিং পুলে ছবি তোলেন রোনাল্ডো। মহাতারকার সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধু ও শেফিল্ড ওয়েডনেসডে-র প্রাক্তন ফুটবলার জোসে সেমেদো। কিন্তু ছবির ক্যাপশনে রোনাল্ডো লেখেন, ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চকোলেট’। ‘ব্ল্যাক’ শব্দটা ব্যবহার করায় এই ক্যাপশন নিয়ে তোলপাড় পড়ে যায়। ছবিতে দু’লক্ষের ওপর লাইক পড়লেও কট্টর রোনাল্ডো-ভক্তরা প্রশ্ন তুলে দেন কী করে সি আর সেভেন এমন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করলেন। একজন যেমন পোস্ট করেন, ‘তোমার থেকে আশা করিনি রোনাল্ডো।’ আবার আর একজন জনৈক ফুটবলভক্ত পোস্ট করেন, ‘রোনাল্ডো মানেই এখন বিতর্ক।’ তাঁর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী হওয়ার অভিযোগ উঠলেও এই প্রসঙ্গে কিছু বলেননি রোনাল্ডো।
সি আর সেভেনের বন্ধু সেমেদো-কে নিয়েও জল্পনাও তুঙ্গে ছিল। কী করে শেফিল্ড ওয়েডনেসডের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর এত প্রিয় বন্ধু হলেন? ব্রিটিশ মিডিয়ার দাবি, স্পোর্টিং লিসবন যুবদলে রোনাল্ডোর সঙ্গে ছিলেন সেমেদো। কিন্তু সি আর সেভেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করার পরে দুই বন্ধুর একসঙ্গে আর খেলা হয়নি।
আরও পড়ুন: