সমর্থন: দাদা রোনাল্ডোর সঙ্গে কাতিয়া আভেইরো। ছবি:ইনস্টাগ্রাম
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন তাঁর পাশে দাঁড়ালেন সি আর সেভেনের বোন কাতিয়া আভেইরো। এক দিকে লা লিগায় গোল খরা চলছে, অন্য দিকে জল্পনা তুঙ্গে যে তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন। তাঁর সাম্প্রতিক খারাপ ফর্মের জন্য সমালোচনার মুখেও পড়তে হচ্ছে রোনাল্ডোকে। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রামে রোনাল্ডোর সঙ্গে ছবি পোস্ট করে এক বার্তা দিয়েছেন কাতিয়া। যেখানে তিনি রোনাল্ডোকে মনে করিয়ে দিয়েছেন, কত বার কত প্রতিকূল অবস্থা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন।
তাঁর বার্তায় কাতিয়া সেই স্পোর্টিং লিসবন অ্যাকাডেমি থেকে শুরু করে পঞ্চম ব্যালন ডি’ওর— সব প্রসঙ্গেই তুলে ধরেছেন। কাতিয়া লিখেছেন, ‘তুমি যখন ১২ বছর বয়সে লিসবন অ্যাকাডেমিতে এসেছিলে, ওরা বলেছিল, আরে এতো মেদেইরার আর পাঁচটা ছেলের একজন। তুমি পাঁচ বছরের মধ্যেই সিনিয়র টিমে চলে এলে। তুমি যখন সিনিয়র টিমে নিজের দক্ষতা দেখাতে শুরু করলে, তখন সবাই বলল, আরে এ তো বল নিয়ে বেশি নাচানাচি করে। এর কয়েক মাস পরে তুমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলে। রিয়াল মাদ্রিদ যখন তোমাকে নিল, তখন বলা হচ্ছিল, ওদের জার্সি বিক্রি করার জন্যই তোমাকে নিয়ে আসা হয়েছে। ২০০৯ সাল থেকে এর পর তুমি ৪১৮ ম্যাচে ৪২২ গোল করেছো।’
এ বারের খারাপ ফর্মের পরে অনেক সমালোচকই বলতে শুরু করেছেন, ও প্রায় শেষ। আর তাঁর বোন রোনাল্ডোর উদ্দেশে লিখেছেন, ‘চিন্তা কোরো না। তুমি যখন জীবনের আইফেল টাওয়ারে আর একটা ট্রফি নিয়ে দাঁড়াবে, ওরা সবাই আবার আগ্রহ নিয়ে তোমাকে দেখবে।’