শনিবারই মাঠে ফিরছি, বলে দিলেন রোনাল্ডো

সুগন্ধির প্রচারে এসে ভক্তদের সুখবর দিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো— শনিবার তিনি নিশ্চিত ভাবে ওসাসুনার বিরুদ্ধে মাঠে নামছেন। মাস দুয়েক আগে ইউরো ফাইনালে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের মহাতারকাকে মাঠে দেখা যায়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪১
Share:

নজরে রোনাল্ডো। শুক্রবার রিয়াল প্র্যাকটিসে। ছবি টুইটার

সুগন্ধির প্রচারে এসে ভক্তদের সুখবর দিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো— শনিবার তিনি নিশ্চিত ভাবে ওসাসুনার বিরুদ্ধে মাঠে নামছেন।

Advertisement

মাস দুয়েক আগে ইউরো ফাইনালে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের মহাতারকাকে মাঠে দেখা যায়নি। রিয়ালের গোটা প্রাক মরসুম আর লা লিগার প্রথম তিনটে ম্যাচে তাঁকে বাইরে রাখা হয়েছিল। শনিবার যে অপেক্ষা শেষ হবে ভক্তদের।

মাদ্রিদে নিজের নতুন সুগন্ধি ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিগাসি’র উদ্বোধন করতে এসে দারুণ খোশমেজাজে ছিলেন সিআর সেভেন। ভক্তদের অটোগ্রাফ বিলোনো, সেলফি তোলার আবদার মেটানোর ফাঁকেই স্প্যানিশ মিডিয়া তাঁকে প্রশ্ন করে, তিনি কি শনিবার নামবেন? শুনে রোনাল্ডো বলেন, ‘‘হ্যাঁ, হ্যাঁ ম্যাচটায় আমি খেলব’’।

Advertisement

গত সপ্তাহ থেকেই ফিটনেস ফিরে পেতে কতটা মরিয়া তিনি, তার ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানিয়ে যাচ্ছিলেন রোনাল্ডো। সতীর্থদের সঙ্গে প্র্যাকটিসে প্রথম নামা, তো কখনও জিন্স পরে জিম। নানা মুডের ছবি পোস্ট করেছেন তিনি। শুক্রবার তাঁকে দলের সঙ্গে পুরো সময় প্র্যাকটিস করতেও দেখা যায়। তাতেই মনে করা হচ্ছে ফিটনেসের সঙ্গে সঙ্গে মাঠে নামার আত্মবিশ্বাসটাও চলে এসেছে সিআর সেভেনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement