ক্রো-র রেকর্ড ছুঁলেন টেলর

নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনও একই রেকর্ডের মালিক। টেস্টে ১৭টি সেঞ্চুরির রেকর্ড গড়তে মার্টিন ক্রো নিয়েছিলেন ৭৭টি টেস্ট ম্যাচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০৪:১৭
Share:

উচ্ছ্বাস: হ্যামিল্টনে সেঞ্চুরির পরে রস টেলর। ছবি: এএফপি

মেন্টরের গড়া রেকর্ড স্পর্শ করলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেলর।

Advertisement

নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ১৭টি টেস্ট শতরানের রেকর্ড গড়েছিলেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক প্রয়াত মার্টিন ক্রো। হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেই রেকর্ডই ছুঁলেন তাঁর ছাত্র রস টেলর।

নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনও একই রেকর্ডের মালিক। টেস্টে ১৭টি সেঞ্চুরির রেকর্ড গড়তে মার্টিন ক্রো নিয়েছিলেন ৭৭টি টেস্ট ম্যাচ। উইলিয়ামসনের লেগেছে ৬১টি টেস্ট। যদিও টেলরের সেই রেকর্ড ছুঁতে লাগে ৮৩টি টেস্ট ম্যাচ।

Advertisement

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হওয়ার আগেই তাঁর মেন্টরের রেকর্ড ছুঁতে মরিয়া হয়ে উঠেছিলেন টেলর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে টেলর বলেছিলেন, ‘‘আমি জানি যে, নিয়মিত অনুশীলন এবং প্রস্তুতি নিলে তার ফল পাওয়া যায়। হোগান-ও (ক্রো) চাইতেন আমি যেন তাঁর রেকর্ড ভাঙতে পারি। কিন্তু কখনও থামতে বলেননি।’’

টেস্টের প্রথম সেঞ্চুরিটি হ্যামিল্টনের সেডন পার্কেই পেয়েছিলেন টেলর। সেই মাঠেই নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন মার্টিন ক্রো-র উত্তরসূরি।

টেলরের অপরাজিত ১০৭ রানের সুবাদে দ্বিতীয় টেস্টের দু’দিন বাকি থাকতেই ২৯১-৮ স্কোরে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সামনে দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রানের পাহাড়-সমান লক্ষ্য। দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের দাপটের সামনে জেসন হোল্ডাররা দাঁড়াতে পারেন কি না সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন