ফুটছে বেঙ্গালুরু

বিরাটদের ভাংড়া, টিকিটের অনুরোধে জেরবার ক্রিকেটাররা

ফাইনালে উঠেই রীতিমতো উৎসবের মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। রবিবারের আইপিএল ফাইনাল ঘিরে উৎসব শুরু হয়ে গিয়েছে বেঙ্গালুরুতেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০৪:২১
Share:

ফাইনালে উঠেই রীতিমতো উৎসবের মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। রবিবারের আইপিএল ফাইনাল ঘিরে উৎসব শুরু হয়ে গিয়েছে বেঙ্গালুরুতেও। টিকিটের চাহিদা যেমন তুঙ্গে, তেমনই কর্পূরের মতো উবেও যাচ্ছে টিকিট।

Advertisement

আরসিবি দলের অলরাউন্ডার মনদীপ সিংহর পোস্ট করা ক্রিস গেইল ও বিরাট কোহালির ভাংড়া-ভিডিও রীতিমতো ‘ভাইরাল’ হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। টিম হোটেলে এই ভাংড়া সেশনের ‘গাইড’ মনদীপ নিজেই। তাঁর ভাংড়া নৈপুণ্যের সঙ্গে প্রথমে তাল মেলান গেইল। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কোহালিও। তাঁদের ভাংড়ার পারফরম্যান্স মাঠে ঝড় তোলা ফর্মের চেয়ে কোনও অংশে কম ছিল না।

আরসিবি শিবিরে যখন এই উৎসবের মেজাজ, তখন রবিবার ফাইনাল দেখতে যাওয়ার টিকিটের হাহাকার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার দু’ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায় বুধবার। বেঙ্গালুরুর উপনগরপাল সন্দীপ পাটিল স্থানীয় সংবাদপত্রকে বলেন, ‘‘টিকিটের লাইন নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে উঠেছিল।’’ আরসিবি ক্রিকেটাররাও টিকিটের হাহাকার টের পাচ্ছেন। এক ক্রিকেটার জানালেন, ফোন খুললেই নাকি ঝাঁকে ঝাঁকে আসছে টিকিটের অনুরোধ। রবিবারের ফাইনালের চিন্তার পাশাপাশি এখন টিকিটের অনুরোধ রাখাও তাঁদের বাড়তি চিন্তা হয়ে উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement