Run with chhattisgarh

‘রান উইথ ছত্তীসগঢ়’ ইভেন্টে অংশ নিলেন ১ লক্ষর ওপর মানুষ

ছত্তীসগঢ়ের ২৮টি জেলার ১ লক্ষর ওপর মানুষ এই ভার্চুয়াল ম্যারাথনে অংশ নেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

রায়পুর শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৯:২৩
Share:

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছবি সংগৃহীত।

ছত্তীসগঢ়ে ভূপেশ বাঘেল সরকারের দুই বছর উপলক্ষে হয়ে গেল ‘রান উইথ ছত্তীসগঢ়’ ইভেন্ট। তবে করোনা আবহে পুরোটাই হল ভার্চুয়ালভাবে। ছত্তীসগঢ়ের ২৮টি জেলার ১ লক্ষর ওপর মানুষ এই ভার্চুয়াল ম্যারাথনে অংশ নেন। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও অংশ নেন।

Advertisement

প্রথমে ঠিক ছিল ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত হবে এই ভার্চুয়াল ম্যারাথন। কিন্তু পরে জনগনের উৎসাহ দেখে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়।

প্রথমে ৭১ হাজার মানুষ ‘রান উইথ ছত্তীসগঢ়’ ইভেন্টের জন্য নাম নথিভুক্ত করেন। পরে সংখ্যাটা ১ লক্ষ ছাড়িয়ে যায়। সমাজের বিভিন্ন অংশ থেকে মানুষ এই ইভেন্টে অংশ নেন।

Advertisement

আরও পড়ুন: শুভমনের পাল্টা চ্যালেঞ্জ অস্ট্রেলিয়াকে, স্লেজিং করে ভয় দেখানো যাবে না​

আরও পড়ুন: পিছনে ফেলেছেন কোহালিকে, আইপিএল থেকে রোহিতের উপার্জন ১৩১ কোটি টাকা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন