‘মেন ইন ব্লু’ থেকে সচিন এখন ‘ট্রু ব্লু’

এ এক অন্য সচিন। ২২ গজের সঙ্গে কোনও যোগাযোগ নেই এই সচিনের। ক্রিকেটের উত্তেজনা, লড়াই, অভিজ্ঞতাকে সঙ্গে করেই এবার ব্যবসায় পা দিলেন সচিন তেন্ডুলকর। অনেক রেকর্ডের মালিকের হাত ধরে শুরু হয়ে গেল পোষাকের নতুন ব্র্যান্ড ‘ট্রু ব্লু’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ১৯:০৮
Share:

এ এক অন্য সচিন। ২২ গজের সঙ্গে কোনও যোগাযোগ নেই এই সচিনের। ক্রিকেটের উত্তেজনা, লড়াই, অভিজ্ঞতাকে সঙ্গে করেই এবার ব্যবসায় পা দিলেন সচিন তেন্ডুলকর। অনেক রেকর্ডের মালিকের হাত ধরে শুরু হয়ে গেল পোষাকের নতুন ব্র্যান্ড ‘ট্রু ব্লু’।

Advertisement

এক পোষাক প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যৈথ উদ্যোগে নিজের পোষাকের ব্র্যান্ড বাজারে আনলেন সচিন তেন্ডুলকর। পুরুষদের পোষাকে দীর্ঘদিন ধরেই বড় নাম এই সংস্থা। এবার তাদের সঙ্গে জুড়ে গেল ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টারের নামও। ‘মেন ইন ব্লু’ থেকে সচিনের ব্র্যান্ডের নাম ‘ট্রু ব্লু’। যা খবর তাতে আগামী পাঁচ বছরে এই সংস্থা ৩০টি স্টোর খুলবে। যার খরচ ২০০ কোটি। ‘ট্রু ব্লু’ হল অরবিন্দ ফ্যাশন ও সচিন তেন্ডুলকরের জয়েন্ট ভেঞ্চার। তারা তাদের প্রথম স্টোরটি আজ মুম্বইয়ে শুরু করল।

যদিও সংস্থার তরফ থেকে পার্টনারশিপের ভিতরের ব্যাপার নিয়ে কিছু জানানো হয়নি। তবে ‘ট্রু ব্লু’র সব পোষাক তৈরি হচ্ছে সচিনকে মাথায় রেখেই। যেখানে থাকবে পুরুষদের জন্য প্রায় ৩০০ বিভিন্ন ডিজাইনের পোষাক।

Advertisement

আরও খবর

আইপিএল ফাইনালে বৃষ্টির ভ্রূকুটি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement