সচিন তেন্ডুলকর।—ফাইল চিত্র।
সচিনের বায়োপিক দেখে এতটাই ভাল লেগেছে যে চিঠি লিখে বসেছেন এক ছ’বছরের ছোট্ট ফ্যান। যা দেখে রীতিমতো আপ্লুত স্বয়ং সচিন তেন্ডুলকর। সেই চিঠি আবার টুইট করে উত্তর দিয়েছেলন স্বয়ং সচিন। সেই ছোট্ট মেয়ে সচিনকে লেখেন, ‘‘আমার নাম তারা (সারা দিদির মতো)। কিন্তু আমার বয়স ছ’বছর। আমি তোমার ছবি দেখেছি আর খুব ভাল লেগেছে। তোমার ছোটবেলার দুষ্টুমি দেখে হেসেছি। তোমার শেষ ম্যাচ দেখে কেঁদেও ফেলেছিলাম।’’
আরও খবর
টুইট করে কী গোপন তথ্য জানালেন সচিন
যদি ফিট থাকি তা হলে আরও ১০ বছর খেলব: বিরাট
এর পর সেই মেয়ে লেখে, ‘‘সচিন আঙ্কল, আমি তোমার সঙ্গে আর সারা দিদির সঙ্গে দেখা করতে চাই। অর্জুন ভাই আর অঞ্জলী আন্টির সঙ্গেও। আমি কি দেখা করতে পারি?’’ জবাবে সেই চিঠির ছবি পোস্ট করে সচিন টুইটে লেখেন, ‘হাই, তারা! আমাকে লেখার জন্য অনেক ধন্যবাদ। আমার এটা জেনে ভাল লাগছে তোমার এই ছবি ভাল লেগেছে। সব সময় হাসি মুখে থেক।’’
দেখুন সেই টুইট ! ' ) (_)
দেখুন সেই টুইট (_)