‘আমার ব্যাটিং হিরো’, জন্মদিনে রিচার্ডসকে শুভেচ্ছা সচিনের

১৯৭৪ সালে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটান রিচার্ডস। ওই সিরিজের দ্বিতীয় টেস্টেই করেন সেঞ্চুরি। ১৯৭৫ ও ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জেতার নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে লর্ডসে অসাধারণ সেঞ্চুরি করেন রিচার্ডস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ১৮:০১
Share:

একফ্রেমে সচিন-রিচার্ডস। এই ছবিই পোস্ট করেছেন তেন্ডুলকর।

জন্মদিনে ভিভিয়ান রিচার্ডসকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তিই তাঁর ‘ব্যাটিং হিরো’। যাতে প্রতিফলিত রিচার্ডসের প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধা।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ভিভ রিচার্ডস ক্রিকেটবিশ্বে পরিচিত তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। বৃহস্পতিবার ছিল তাঁর ৬৭তম জন্মদিন। টুইটে তাঁকে শুভেচ্ছা জানালেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন।

মুম্বইকর টুইট করেন, “হ্যাপি বার্থডে ভিভিয়ান রিচার্ডস। আমার ব্যাটিং হিরো। কেরিয়ার জুড়ে যে সাহায্য পেয়েছি, তা সারা জীবন মনে রাখব।” একটা ছবিও পোস্ট করেছেন সচিন। যাতে তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন রিচার্ডস। যা ক্রিকেটপ্রেমীদের আলোড়িত করল দিনভর।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার কে সবচেয়ে দূরে ছয় মারতে পারে? দেখুন ভিডিয়ো​

আরও পড়ুন: ধোনির ফার্মহাউসে নৈশভোজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট​

১৯৭৪ সালে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটান রিচার্ডস। ওই সিরিজের দ্বিতীয় টেস্টেই করেন সেঞ্চুরি। ১৯৭৫ ও ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জেতার নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে লর্ডসে অসাধারণ সেঞ্চুরি করেন রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবেও সাফল্য পান তিনি। ২০০২ সালে তাঁকে উইজডেন সর্বকালের গ্রেটেস্ট ব্যাটসম্যান হিসেবে বেছে নেয়। ১২১ টেস্টে তিনি করেন ৮৫৪০ রান। ১৮৭ একদিনের ম্যাচে করেন ৬৭২১ রান। টেস্টে তাঁর ২৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ওয়ানডে ক্রিকেটে তাঁর ১১টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন