জয় সাইনার

বিশ্বের এক নম্বরকে শুরুতেই চাপে ফেলেছিলেন তাই তারকা বুসানন ওঙ্গবুমরুঙ্গফান। কিন্তু সাড়ে ছ’লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের ডেনমার্ক ওপেন সুপার সিরিজ প্রিমিয়ারের প্রথম রাউন্ডে সেই চাপ দ্রুত ঝেড়ে ফেলে লড়ে ম্যাচে ফিরলেন সাইনা নেহওয়াল। জিতলেন ২৩-২১, ১৪-২১, ২১-১৮।

Advertisement
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০৩:২০
Share:

বিশ্বের এক নম্বরকে শুরুতেই চাপে ফেলেছিলেন তাই তারকা বুসানন ওঙ্গবুমরুঙ্গফান। কিন্তু সাড়ে ছ’লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের ডেনমার্ক ওপেন সুপার সিরিজ প্রিমিয়ারের প্রথম রাউন্ডে সেই চাপ দ্রুত ঝেড়ে ফেলে লড়ে ম্যাচে ফিরলেন সাইনা নেহওয়াল। জিতলেন ২৩-২১, ১৪-২১, ২১-১৮। পরের রাউন্ডে ভারতীয় মেয়ের সামনে জাপানের মিনাৎসু মিতানি। অন্য দিকে প্রথম রাউন্ডেই মুখোমুখি পড়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত এবং অজয় জয়রাম। তবে একপেশে লড়াইটা শ্রীকান্ত জিতে নেন ২১-১০, ২১-১৪। মেয়েদের বিভাগে জাপানের কাকিওয়া-মায়েদা জুটির কাছে ১৯-২১, ১৮-২১ হেরে গেলেন জ্বালা গাট্টা-অশ্বিনী পোনাপ্পা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement