শুরুতেই সাইনার কঠিন ম্যাচ অল ইংল্যান্ডে

ইন্দোনেশিয়া মাস্টার্স ফাইনালে যাঁর বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সাইনা নেহওয়ালের, অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেই প্রতিপক্ষ সেই তাই জু!  ভারতের আর এক তারকা পি ভি সিন্ধুকে অবশ্য প্রথম রাউন্ডে খুব একটা কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৬
Share:

ইন্দোনেশিয়া মাস্টার্স ফাইনালে যাঁর বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সাইনা নেহওয়ালের, অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেই প্রতিপক্ষ সেই তাই জু! ভারতের আর এক তারকা পি ভি সিন্ধুকে অবশ্য প্রথম রাউন্ডে খুব একটা কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে না। তিনি খেলবেন বিশ্বের ২৩ নম্বর তাইল্যান্ডের পোরপাউয়ি চোচুওং-এর বিরুদ্ধে।

Advertisement

বিশ্বের এক নম্বর তাইজু গত ২৮ জানুয়ারি ইন্দোনেশিয়া মাস্টার্স ফাইনালে সাইনাকে কার্যত উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন। সেই ম্যাচ জিততে সময় নিয়েছিলেন মাত্র ২৭ মিনিট। দুই তারকা এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছেন মোট দশ বার। এর মধ্যে ন’বারই জিতেছেন তাই জু! ২০১৩ সালে সুইস ওপেনে শুধু জিতেছিলেন সাইনা। তিন বছর আগে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের ফাইনালে উঠেছিলেন সাইনা। সে বার তাঁর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ক্যারোলিন মারিনের কাছে হেরে। এ বার প্রথম রাউন্ডেই প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা তাই জু। সিন্ধু সমস্যায় পড়তে পারেন দ্বিতীয় রাউন্ডে। তাঁকে খেলতে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ঝাং বেইওয়েন-এর বিরুদ্ধে। এ বছরই ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে ঝাং-এর বিরুদ্ধে হেরেছিলেন তিনি।

পুরুষদের সিঙ্গলসে বিশ্বের তিন নম্বর কিদম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডে নামছেন ফ্রান্সের ব্রিস লেভেরেৎ-এর বিরুদ্ধে। দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা। গত মরসুমে চারটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন তিনি। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে তৃতীয় বাছাই হিসেবে নামছেন শ্রীকান্ত। প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছেন ভারতের আরও দুই তারকা। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন সাই প্রণীত পুরুষ সিঙ্গলসে প্রথম রাউন্ডে খেলবেন বিশ্বের প্রাক্তন এক নম্বর কোরিয়ার সন ওয়ান হো-র বিরুদ্ধে। আর চিনের চৌ চিয়েন চেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন এইচ এস প্রণয়। তবে প্রণয় এখনও পুরোপুরি ফিট নন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন