Mahendra Singh Dhoni

বাবার সঙ্গে বাইক-ভ্রমণ জিভার

ধোনি এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০৫:৪৩
Share:

অবসরে: ফার্মহাউজে ধোনির বাইকে জিভা। রাঁচীতে। টুইটার

করোনা অতিমারির জেরে আইপিএল র্নিদিষ্ট সময়ে না হয়ে অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গিয়েছে। এই অবস্থায় অনেকেই ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রত্যাবর্তন নিয়ে সন্দিহান।

Advertisement

এই জল্পনার মধ্যেও ধোনির প্রতি সমান শ্রদ্ধাশীল আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংসের সতীর্থেরা। অধিনায়ক ধোনিকে নিয়ে গান বাঁধলেন সিএসকের ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। যার নাম, ‍‘এম এস ধোনি নম্বর সেভেন।’ টুইটারে প্রকাশিত ভিডিয়ো বার্তায় সেই গান গেয়েওছেন ব্র্যাভো। গানের কথা এ রকম, ‍‘‍‘এম এস ধোনি, এম এস ধোনি, নাম্বার সেভেন/এম এস ধোনি নাম্বার সেভেন/অল অব রাঁচি, শাউটিং ধোনি/ অল অফ ইন্ডিয়া, শাউটিং মাহি/ অল অব চেন্নাই, শাউটিং থালা/ এম এস ধোনি ইজ আ ওযার্ল্ড বিটার।’’

তবে ব্র্যাভো বলেই নন। ধোনিকে নিয়ে প্রশংসার সুর শোনা গিয়েছে অস্ট্রেলীয় পেসার পিটার সিডলের গলাতেও। তিনি এ দিন ইনস্টাগ্রামে তাঁর দেখা ‘সেরা প্রতিপক্ষ একাদশ’ তৈরি করেছেন। যে দলে উইকেটকিপার হিসেবে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সিডল বলেছেন, “উইকেটের পিছনে ধোনিই সেরা বলে মনে করি।“

Advertisement

তবে যাঁকে নিয়ে এত উন্মাদনা, সেই ধোনি এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মঙ্গলবার ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে ধোনির একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর স্ত্রী সাক্ষী। যা টুইটারে শেয়ার করেছে সিএসকেও। যেখানে দেখা গিয়েছে, নিজের ফার্মহাউজে মেয়ে জিভাকে মোটরবাইকের পিছনে বসিয়ে ঘুরছেন ধোনি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন